• কৃষি প্রধান পুরশুড়ায় লক্ষ্মীই ঘরের মেয়ে, উৎসব ৫ দিনের, সোদপুর-খুশিগঞ্জ রোডে ভারী যান চলাচলে মানা
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কৃষিপ্রধান পুরশুড়ায় প্রতিবছর ধানের পাশাপাশি আলু সহ নানা ফসল ফলান চাষিরা। তাই ভালো ফলনের লক্ষ্যে ধুমধাম করে শস্যের দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। দুর্গোৎসবের মতোই কয়েকদিন ধরে লক্ষ্মীপুজো চলে। পুরশুড়ার বিভিন্ন ক্লাব অল্প বাজেটেও নানা থিমে মণ্ডপ সাজিয়ে তোলে। তাই পুজোয় নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সোমবার থেকেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত পুরশুড়ার সোদপুর থেকে খুশিগঞ্জ সড়কে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পরিস্থিতি অনুযায়ী চারচাকা গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।

    আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, প্রতিবছরই পুরশুড়ার লক্ষ্মীপুজো দেখতে নানা এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় জমান। তাঁদের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। সাদা পোশাকেও পুলিশি নজরদারি চলবে।

    পুলিশ জানিয়েছে, সোদপুর-খুশিগঞ্জ সড়কে শুক্রবার পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দু’টি পুলিশ সহায়তা কেন্দ্রও তৈরি হয়েছে। সোদপুর মোড় ও বেনেপুকুর মাঠে কেন্দ্র দু’টি গড়ে তোলা হয়েছে। সেখানে সবরকম পুলিশি সহায়তা মিলবে। সেই সঙ্গে প্রতিটি পুজোমণ্ডপে সাইবার সুরক্ষা শিবিরও হবে। শিশুদের জন্য বিশেষ পরিচয়পত্রের ব্যবস্থা থাকছে। মহিলাদের সুরক্ষায় থাকবে উইনার্স টিম। পুরশুড়ায় প্রতিবছর কমপক্ষে ১৫টি লক্ষ্মীপুজোর মণ্ডপ হয়। এবারও তা হচ্ছে। বিভিন্ন পুজো কমিটি নানা থিমে মণ্ডপ সাজিয়ে তুলছে। পুরশুড়া থানার তরফে লক্ষ্মীপুজোর উদ্যোক্তাদেরও পুরস্কৃত করা হবে। সেরা পুজোমণ্ডপ, সেরা প্রতিমা প্রভৃতি বিভাগে পুরস্কার দেওয়া হবে।

    দুর্গাপুজোর মতোই জাঁকজমকের সঙ্গে লক্ষ্মীপুজো আয়োজিত হয় পুরশুড়ায়। বিভিন্ন মণ্ডপে শুক্রবার পর্যন্ত লক্ষ্মীপ্রতিমা থাকবে। মাঝের কয়েকটা দিন বিভিন্ন পুজো কমিটির তরফে নানা অনুষ্ঠান আয়োজিত হবে। লক্ষ্মীপুজো উপলক্ষ্যে এলাকায় এখন আনন্দের হাট বসেছে। অনেকেরই বাড়িতে আত্মীয়রা এসেছেন। এই ক’টাদিন সবাই মিলে পুজোর আনন্দে মেতে উঠবেন। সোদপুরের একটি লক্ষ্মীপুজো কমিটির সদস্য অয়ন পাঁজা বলেন, ফসলের ফলন যাতে ভালো হয়, দেবীর কাছে সেই প্রার্থনা জানিয়েই আমরা লক্ষ্মীপুজো করি। আশা করি, আমাদের থিমের মণ্ডপসজ্জা দর্শনার্থীদের মন জয় করে নেবে। সবাইকে আমাদের মণ্ডপে আসার আমন্ত্রণ জানাচ্ছি। নিমাডাঙির একটি লক্ষ্মীপুজো কমিটির তরফে সরজিৎ প্রামাণিক বলেন, আমরাও ধুমধাম করে পুজো আয়োজন করছি। এবারও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। পুজোর ক’দিন মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়। সেসময় মণ্ডপের সামনের রাস্তায় গাড়ির জন্য নো এন্ট্রি জোন করে পুলিশ। পুরুশুড়ার পাশাপাশি আরামবাগ মহকুমার অন্য এলাকার বাসিন্দারাও ধনদেবীর আরাধনায় মেতে উঠেছেন। সোমবারও অনেকেই শেষ মুহূর্তের লক্ষ্মীপুজোর কেনাকাটা করেছেন। সন্ধ্যায় বাড়ি বাড়ি ভক্তিভরে লক্ষ্মীপুজো হয়েছে। আরামবাগ, গোঘাট, খানাকুলে অনেক বাড়িতেই আড়ম্বরের সঙ্গে পুজো হয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)