• রাষ্ট্রপতির থেকে সংবর্ধনা পেলেন এনএসএস ভলান্টিয়ার সৌভিক
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, জঙ্গিপুর: সমাজসেবামূলক কাজের জন্য দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে সংবর্ধনা পেলেন জঙ্গিপুর কলেজের প্রাক্তন ছাত্র সৌভিক চট্টোপাধ্যায়। এই খবরে উচ্ছ্বসিত জঙ্গিপুর কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরাও। এনএসএস ভলান্টিয়ার হিসেবে সৌভিক এই সংবর্ধনা পেয়েছেন।

    বছর ২৪-এর সৌভিক একাধিকবার রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি ভাঙনকবলিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান, শিক্ষা প্রসারে বিনামূল্যে টিউশন, বইখাতা দেওয়া সহ নানা সেবামূলক কাজ করেছেন। এবার স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে সেই কাজের স্বীকৃতি পেলেন।

    সৌভিক কোভিডের সময় মুমুর্ষু রোগীদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন। ১৬০০গাছ লাগানোর পাশাপাশি ভাঙন-কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশেষ কাজের জন্য তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। জঙ্গিপুরের হরিসভার বাসিন্দা সৌভিক বলেন, আমি জঙ্গিপুর কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। কলেজে পড়ার সময়ই করোনাকালে এনএসএস ভলান্টিয়ার হিসেবে যোগদান করি। সোমবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠান হয়। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সংবর্ধনা পেয়েছি। সেই মুহূর্ত আমার কাছে খুবই আনন্দের। এই পুরস্কার আমাকে সমাজসেবা করতে আরও প্রেরণা জোগাবে। জঙ্গিপুর কলেজের অধ্যক্ষা প্রার্থিতা বিশ্বাস বলেন, এটা আমাদের কলেজের কাছে গর্বের বিষয়। আমাদের কলেজের ছেলেমেয়েরা এভাবেই দেশের নাম উজ্জ্বল করুক-সেটাই চাই।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)