• বিষ্ণুপুরে ঘর থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা বিবস্ত্র মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: ঘরেই হাত পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার বিবস্ত্র দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম অনুপমা মণ্ডল (৭০)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বিষ্ণুপুর থানার রসখালি গ্রামে। অভিযোগ, বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করার পর তাঁকে খুন করে সোনার গয়না লুট করা হয়েছে। যদিও পুলিশের দাবি, মৃতার শরীরে নির্যাতনের কোনও চিহ্ন মেলেনি। এমনকী, লুটের ঘটনাও ঘটেনি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

    এদিন, সকালে ঘর থেকে দুর্গন্ধ বেরলে স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে গিয়ে দেখেন, বাইরে থেকে দরজা বন্ধ। তা খুলতেই তাঁরা বিবস্ত্র অবস্থায় বৃদ্ধাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। তারপর পুলিশ আসে। প্রতিবেশীরা বলেন, বৃদ্ধা ওই বাড়িতে একাই থাকতেন। নিজেই সব কাজ করতেন। তাঁর ছেলেরা থাকেন বারুইপুরে। স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল নস্কর বলেন, পঞ্চমীর দিন সকালে বাজারে বৃদ্ধাকে শেষ দেখা গিয়েছিল। আমরা ভেবেছিলাম অনুপমাদেবী কোথাও বেড়াতে গিয়েছেন। এদিন ঘরে গিয়ে দেখি এই অবস্থা। বোঝা যাচ্ছে, বৃদ্ধার উপরে কেউ শারীরিক নির্যাতন করেছে। এমনকী, তিনি সোনার গয়না পরতেন। তাও লুট করেছে দুষ্কৃতীরা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বৃদ্ধার কোনও পরিচিত এই কাজ করেছে। দেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বৃদ্ধার পরিবারের লোকজনকে খবর দিয়েছে পুলিশ। প্রতিবেশীরা এই ঘটনায় দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)