বড়মার পুজো দিতে আসছেন অভিষেক, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৈঠক
বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: লক্ষ্মীপুজোর দিন বড়মার কাঠামো পুজো দিয়ে নৈহাটিতে কালীপুজোর সূচনা হল। এবার বড়মার পুজোর ১০২ বছর। ২২ ফুট উচ্চতার বড়মা অরবিন্দ রোডে পুজিত হন। শুধু বড়মা নয়, ব্যস্ত অরবিন্দ রোডে সাতটি বড় কালীপুজো হয়। সেগুলির মধ্যে হকার কালী, গাঁজা কালী প্রভৃতি রয়েছে। সব ক’টি পুজোরই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে অরবিন্দ রোডে। এখনই আর কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না ওই রাস্তায়।
কালীপুজোর পরের দিন, অর্থাৎ একুশে অক্টোবর বড়মাকে পুজো দিতে আসবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়মার পুজোর ভিড় সামলানো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতির জন্য সোমবার দুপুরে অরবিন্দ রোডের ওই এলাকাটি সরজমিনে খতিয়ে দেখলেন বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। বড়মা মন্দির কমিটির অফিসে বসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। সেখানে সমস্ত পুলিশকর্তা, বড়মা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য এবং সভাপতি অশোক চট্টোপাধ্যায়, বিধায়ক সনৎ দে, সাংসদ পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন। কোন রাস্তা দিয়ে অভিষেক আসবেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় কী করে সামাল দেওয়া হবে, গোটা এলাকা পায়ে হেঁটে ঘুরে তার পরিকল্পনা করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, বড়মার পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
সাংসদ পার্থ ভৌমিক বলেন, বড়মাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আবেগ তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরে মারাত্মক ভিড় হচ্ছে। তা সামাল দিতে এদিন বৈঠক হয়েছে। কোন রাস্তা দিয়ে মানুষ আসবে এবং মাকে দর্শন করবে, তা নিয়েও আলোচনা হয়। তবে শুধু বড়মার পুজো নয়, নৈহাটিতে কালীপুজো হয় খুব আড়ম্বরের সঙ্গে। বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয়। গত কয়েক বছর ধরে নৈহাটির কালীপুজো রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে বারাসতের কালীপুজোকে। এখানকার পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য নিউ স্টার ক্লাবের পুজো। তাদের ষাট বছরের পুজোর থিম থাইল্যান্ডের নৌকার আদলে মণ্ডপ। এই পুজোর প্রধান উদ্যোক্তা বিধায়ক সনৎ দে। এদিন বেশ কয়েকটি পুজোর খুঁটিপুজো হয় নৈহাটিতে। তার মধ্যে রয়েছে টিটাগড় রেলওয়ে স্টুডেন্ট স্পোর্টিং ক্লাবের কালীপুজোর খুঁটিপুজো। তাদের থিম ‘অস্তিত্ব’। বাঁকুড়ার প্রাচীন শিল্পের উপর ভিত্তি করে ওই মণ্ডপ তৈরি করা হচ্ছে বলে ওই পুজোর অন্যতম উদ্যোক্তা কাউন্সিলার বিষ্টু সিং জানালেন।