• ডিভিসির জলের সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল, প্লাবিত ভাটোরা
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: রবিবারের পর সোমবারও বিভিন্ন জলাধার থেকে জল ছেড়েছে ডিভিসি। সেই সঙ্গে নদ-নদীগুলিতে পূর্ণিমার ভরা কোটাল। এই জোড়া ফলায় প্লাবিত হল হাওড়া জেলার দ্বীপাঞ্চল আমতা ২ নম্বর ব্লকের ভাটোরা। ডিভিসির ছাড়া জলে গত কয়েকদিন ধরেই ফুলতে শুরু করেছিল মুণ্ডেশ্বরী নদী। এদিন পূর্ণিমার কোটালের ফলে জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে, যা ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকাকে প্লাবিত করেছে। চাষের জমির পাশাপাশি রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। দ্বীপাঞ্চলের রাস্তায় কোথাও হাঁটুসমান জল, আবার কোথাও তারও বেশি। 

    এদিকে, লক্ষ্মীপুজোর দিন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ডিভিসি যেভাবে প্রতিদিন জল ছাড়ছে, তাতে বন্যার আশঙ্কা আগে থেকেই ছিল। চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় এখন ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেইসঙ্গে জমিতে থাকা পাকা ধানও নষ্ট হওয়ার সম্ভাবনা। দ্বীপাঞ্চল জলমগ্ন হওয়ার খবর পেয়েই এলাকায় যান বিধায়ক সুকান্ত পাল। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। বিধায়ক বলেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লক্ষ্মীপুজোর দিন স্বাভাবিকভাবেই বাজারহাটে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি, গবাদিপশুদের বাসস্থান জলমগ্ন হয়ে যায়। তার জেরে তাঁদের থাকার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ডিভিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
  • Link to this news (বর্তমান)