নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেড রোডে রবিবার অনুষ্ঠিত কার্নিভালের আমন্ত্রণপত্র মোটা টাকায় বিক্রির অভিযোগে গ্রেফতার এক। সোমবার সকালে শেক্সপিয়র সরণি থানার পুলিশ হরিদেবপুর থেকে ওই যুবককে পাকড়াও করে। তাঁর নাম অরুণেশ শীল। এদিনই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ১০ অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী এদিন আদালতে বলেন, ধৃতের হেপাজত থেকে বেশ কিছু কার্নিভালের পাস পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে ধৃতকে হেপাজতে নিয়ে জেরা করার দরকার আছে। এই ঘটনার পিছনে কোনও ‘চক্র’ ছিল কি না, পুলিস তা তদন্ত করে দেখছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগেই রেড রোডের কার্নিভালের বেশ কিছু পাস জোগাড় করেছিলেন ওই যুবক। অভিযোগ, এরপরই সমাজমাধ্যমে রীতিমতো ‘স্ট্যাটাস’ দিয়ে তা বিক্রির অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। সমাজমাধ্যমে যুবকের দেওয়া পোস্ট থেকে ওই তথ্য জানার পর বিভিন্ন মানুষ তাঁর সঙ্গে যোগাযোগ করে। অভিযোগ ওঠে, তিন থেকে পাঁচ হাজার টাকায় ওই আমন্ত্রণপত্র বিক্রি করা হয়। বিষয়টি জানতে পেরে শেক্সপিয়র সরণি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। এরপরই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। এদিন ধৃতের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। যদিও মামলার নথি, সিজার লিস্ট ও কেস‑ডায়েরি খতিয়ে দেখে বিচারক সেই আবেদন নাকচ করে দেন।