পুজোয় যাত্রী টানার নিরিখে সেরা কালীঘাট মেট্রো স্টেশন, চার লক্ষ যাত্রীর সফর
বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চমী থেকে দশমী- পুজোর ছ’দিনে শহরের একাধিক মেট্রো রুটে সাড়ে ৪৫ লক্ষ যাত্রী সফর করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী ওঠানামা করেছেন কালীঘাট মেট্রো স্টেশনে। দক্ষিণ কলকাতার এই অংশে রয়েছে মহানগরীর একগুচ্ছ বিখ্যাত পুজো। স্বভাবতই লাখো লাখো মানুষ নর্থ-সাউথ রুটের মেট্রো চেপে কালীঘাটে নেমে প্যান্ডেল হপিং করেছে। এই সময়ে কালীঘাট স্টেশন চার লক্ষ ছ’ হাজার যাত্রী বহন করেছে।
যদিও পুজোয় যাত্রী সংখ্যার নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তর কলকাতার দুই মেট্রো স্টেশন। দমদম ও শোভাবাজার সুতানুটি স্টেশনে মানুষের ঢল নেমেছিল। ওই ছ’দিনে সংশ্লিষ্ট দুই স্টেশনে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে তিন লক্ষ ৯৫ হাজার ও দু’ লক্ষ ৮৮ হাজার। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পথে পরবর্তী পাঁচটি স্টেশন হল– এসপ্ল্যানেড (দু’ লক্ষ ৫৭ হাজার), রবীন্দ্র সরোবর (এক লক্ষ ৮৫ হাজার), দক্ষিণেশ্বর (এক লক্ষ ৮১ হাজার), শ্যামবাজার (এক লক্ষ ৭৪ হাজার) ও বেলগাছিয়া (এক লক্ষ ৬৫ হাজার)।
নর্থ-সাউথ করিডরের পাশাপাশি এবারই প্রথম পুজোয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গোটা রুট চালু ছিল। এই লাইনে সবচেয়ে বেশি ভিড় হয়েছে শিয়ালদহ ও হাওড়া মেট্রো স্টেশনে। জেলা ও শহরতলি থেকে অসংখ্য যাত্রী ট্রেনে নেমে মেট্রো ধরেছেন। পঞ্চমী থেকে দশমীতে শিয়ালদহ মেট্রো স্টেশনে ওঠানামা করেছেন দুই লক্ষ ৬৮ হাজার যাত্রী। অন্যদিকে, মাত্র তিন হাজার যাত্রী কম টেনেছে হাওড়া মেট্রো স্টেশন। এই ক’দিন হাওড়া মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা ছিল দুই লক্ষ ৬৫ হাজার। -ফাইল চিত্র