• নদীবাঁধ ভেঙে সাগরের গ্রামে ঢুকছে জল, পরিদর্শনে মন্ত্রী
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: সোমবার সকালে সাগরের মহিষমারি বাগু মোড় সংলগ্ন এলাকায় নদীবাঁধে ফাটল দেখা যায়। বাঁধের কিছু অংশ ভেঙে যাওয়ায় নোনা জল এলাকায় ঢুকতে শুরু করে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই খবর কানে যেতেই সাগরের বিডিওকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা। ছিলেন সেচদপ্তরের আধিকারিকরাও। তাঁরা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে গ্রামের লোকজনের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। পাশাপাশি মন্ত্রী সাগরের ১ নম্বর স্নানঘাটে যান। সেই ঘাটটির সম্প্রতি কিছু ক্ষতি হয়েছে। মন্ত্রী দ্রুত তা সংস্কারের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা বলেন, স্থায়ীভাবে বাঁধ তৈরি না হলে আগামী দিনে বড় বিপদ ঘটতে পারে। তাঁরা মন্ত্রীর কাছেও এই বিষয়টি দেখার আর্জি জানান।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)