সংবাদদাতা, বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং বিয়ে করতে অস্বীকার করার এক যুবককে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জু মণ্ডল ওরফে সঞ্জীব (১৯)। রবিবার রাতে স্থানীয় সনেকপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, গোপালনগর থানা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে অভিযুক্তের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত যুবক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। যুবতীর দাবি, এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দুর্গাপুজোর নবমীর দিন ঠাকুর দেখার নাম করে যুবতীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় যুবক। সেদিন প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। বিয়ের ব্যাপার নিয়ে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত। সেই রাতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবতী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে অভিযুক্ত যুবকের নামে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ রবিবার তাকে গ্রেফতার করে।