নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের সাহায্যে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে তরজায় নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত বিজেপি সাংসদ ও বিধায়ক প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ সরকার ও শাসক দলকে বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘তৃণমূলের উচিত, হিংসায় প্ররোচনা না দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানো। রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা এমন হওয়া কাম্য নয়। বিজেপি নেতাকর্মীদের কাছে আমার একান্ত অনুরোধ এই বিপর্যয়ের সময় মানুষকে সাহায্য করুন।’ সামাজিক মাধ্যমে মোদির এই বার্তার ঘণ্টাখানেকের মধ্যে পাল্টা বক্তব্য দেন মুখ্যমন্ত্রী। মমতা এক্স হ্যান্ডেলে জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ে রাজনীতির রং লাগাচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপির সাংসদ ও বিধায়কের আক্রান্ত হওয়ার উনি স্থানীয় প্রশাসন, পুলিশ ও তৃণমূল কংগ্রেসকে দায়ী করছেন কোনও প্রমাণ ছাড়াই। এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।