• দুর্গত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি নেতা, কোচবিহারে আঙুল তৃণমূলের দিকে
    আনন্দবাজার | ০৬ অক্টোবর ২০২৫
  • বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কোচবিহার জেলা সহ-সভাপতি উজ্জ্বলকান্তি বসাক।

    ক্ষতিগ্রস্ত এলাকার বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। ঠিক এমন পরিস্থিতিতেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বলরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙা এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে হেনস্থার শিকার হন উজ্জ্বল। অভিযোগ, স্থানীয় বুথ সভাপতি বিপ্লব দেবনাথের বাড়িতে ত্রাণ সামগ্রী প্যাকেট করছিলেন বিজেপি কোচবিহার জেলা সহ-সভাপতি-সহ বিজেপি কর্মীরা। সেই সময় অতর্কিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ সভাপতির বাড়িতে হামলা চালায় এবং ঘর থেকে বার করে বেধড়ক মারধর করা হয় উজ্জ্বলকে।

    তুফানগঞ্জ ১ ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ মণ্ডল বলেন, ‘‘গতকাল থেকে তৃণমূলের কর্মীরা তাঁদের প্রাণ হাতে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তাঁদের বন্যাকবলিত এলাকা থেকে বাঁচিয়েছেন। গতকাল থেকে বিজেপির কোনও নেতা-কর্মীকে দেখা যায়নি। আজ প্রচারের আলোয় আসতে তারা সেই এলাকায় গিয়েছিল। এলাকার সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও নেতা-কর্মীর যোগ নেই। সাধারণ মানুষ ভোট দিয়েছেন। কিন্তু বিপদের দিনে বিজেপি নেতা-কর্মীদের দেখা পায়নি।’’
  • Link to this news (আনন্দবাজার)