• বাসে ধাক্কা পণ্যবাহী গাড়ির, জখম ২০
    আনন্দবাজার | ০৬ অক্টোবর ২০২৫
  • বাস ও ছোট পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন বেশ কয়েক জন যাত্রী। জখম হয়েছেন পণ্যবাহী গাড়িটির চালকও। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে কাঁকসার ২ নম্বর কলোনি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও কাঁকসা থানার পুলিশ উদ্ধারকাজে নামে। আহতদের উদ্ধার করে প্রথমে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে দু’জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ছোট পণ্যবাহী গাড়ির চালককে প্রায় আধ ঘণ্টা পরে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজট হয়। প্রায় আধ ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে নাগাদ ঝাড়খণ্ডের দেওঘর থেকে একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে রাজ্য সড়ক হয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। কাঁকসার ২ নম্বর কলোনি এলাকায় উল্টো দিক থেকে একটি ট্রাককে ‘ওভারটেক’ করার সময়ে ছোট পণ্যবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসে ধাক্কা
    মারে। তার ফলে বাসটি রাস্তার বাঁ দিকে নেমে যায় এবং পণ্যবাহী গাড়িটি রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী গাড়িটিতে পশুর হাড় নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার জেরে রাস্তা জুড়ে তা ছড়িয়ে পড়ে। বাসের যাত্রীরা অল্পবিস্তর চোট পান।

    প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে কাঁকসা থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে এসে বাসের আহত যাত্রীদের পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে। সেখান থেকে দু’জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বাসে থাকা ২০ জন যাত্রীই কমবেশি আহত হয়েছেন। পণ্যবাহী গাড়িটির চালক গাড়ির ভিতরেই আটকে পড়েন। তাঁকে উদ্ধারের কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পণ্যবাহী গাড়ির চালক প্রচণ্ড জোরে ধাক্কা মারার ফলে, গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সে কারণেই গাড়ির চালক ভিতরে আটকে পড়েন। প্রায় আধ ঘণ্টা পরে, ক্রেনের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি সরানো হলে, প্রায় ৪৫ মিনিট পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, দু’টি গাড়িই আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)