• কানহার বাঘ দেখে ছত্তীসগঢ়ের পথে দুর্ঘটনা, প্রাণ গেল হুগলির হুগলির শিক্ষিকা-সহ পাঁচ জনের! জখম পাঁচ
    আনন্দবাজার | ০৬ অক্টোবর ২০২৫
  • মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। মৃতদের সকলেই হুগলির বাসিন্দা বলে জানা গিয়েছে। জখমও হয়েছেন প্রায় পাঁচ জন।

    স্থানীয় সূত্রে খবর, ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েক জন শিক্ষিকা তাঁদের সন্তানদের নিয়ে পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। রবিবার বিকালে মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান ঘুরে ছত্তীসগঢ়ের দিকে যাচ্ছিলেন তাঁরা। বিলাসপুর স্টেশন যাওয়ার পথে জাতীয় সড়কে তাঁদের এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে চালক-সহ মোট ১০ জন ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকিরা আহত। তাঁদের চিকিৎসা চলছে সেখানকার একটি হাসপাতালে।

    শ্রীরামপুরের বাসিন্দা মুনমুন বাগ এবং তাঁর ছেলে ছিলেন পর্যটকদলে। মুনমুন ডানকুনির শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম স্কুলের সহ-শিক্ষিকা। তাঁর স্বামী দুর্ঘটনার খবর পেয়ে ছত্তীসগঢ় রওনা দিয়েছেন।

    হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ির কাছে ওই স্কুল। দুর্ঘটনার খবর পেয়ে সুবীর ওই স্কুলের প্রধানশিক্ষিকার সঙ্গে কথা বলেন। হুগলি ডিআই এবং অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন)-এর সঙ্গেও কথা বলেছেন। দুর্ঘটনার কবলে পড়া শিক্ষিকা এবং তাঁদের পরিবারগুলিকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতু দেন।’’ শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন, ‘‘মর্মান্তিক ঘটনা! গাড়িটিতে ডানকুনি স্কুলের শিক্ষিকারা যেমন ছিলেন, তেমনই এই স্কুলে আগে কাজ করতেন এবং বর্তমানে কলকাতার একটি স্কুলে কর্মরত এক শিক্ষিকাও ছিলেন। ছত্তীসগঢ়ের যে কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাংসদ আছেন। তিনিও সব রকম ব্যবস্থা করবেন।’’
  • Link to this news (আনন্দবাজার)