• ইরানে খেলতে না যাওয়ার জন‍্য সঞ্জীব গোয়েন্‌কার সমালোচনা বন্ধ করুন, মোহনবাগান সদস‍্যদের প্রতি আবেদন দেবাশিস, সৃঞ্জয়ের
    আনন্দবাজার | ০৭ অক্টোবর ২০২৫
  • ইরানে এশিয়ান চ্যাম্পিয়ান্স লিগ-টু-তে মোহনবাগান খেলতে না যাওয়ায় ক্ষুব্ধ সদস্য, সমর্থকেরা। তাঁদের আশ্বস্ত করল মোহনবাগান ক্লাব। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু যৌথ বিবৃতিতে জানিয়েছেন, মোহনবাগান সুপার জায়ান্টের বোর্ডে গোটা ব্যাপারটা আলোচনার জন্য তুলবেন।

    সদস্য, সমর্থকদের পাশে থাকার আবেদন জানিয়ে দেবাশিস, এবং সৃঞ্জয় বলেছেন, “আমরা গত বছরও ইরানে খেলতে যাইনি। ইরানে যে একটা সমস্যা হচ্ছে সেটা সবাই জানেন। ফুটবলাররা যদি নিরাপত্তার অভাব বোধ করেন, ম্যানেজমেন্ট সেখানে কিছু করতে পারে না। খেলার আগে গুরুত্বপূর্ণ হল ফুটবলাদের জীবন। ইরানে যাওয়ার সিদ্ধান্তটা আমরা ফুটবলারদের উপরেই ছেড়ে দিয়েছিলাম।”

    মোহনবাগান সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েন্‌কার কথা জানিয়ে দেবাশিস এবং সৃঞ্জয় বলেন, “তিনি বছরে ৭০-৮০ কোটি টাকার দল গঠন করেন সর্বোচ্চ স্তরে ভাল ফল করার জন্য। এত খরচ করে দল গঠন করার পরেও কোনও সমস্যা না থাকলে ইরানে কেন খেলতে যাওয়া হবে না?”

    অনিশ্চিত আইএসএলের কথাও এই বিবৃতে জানিয়ে বলা হয়েছে, “এখনও আমরা জানি না আইএসএল হবে কি না। হলে কবে হবে, কী ভাবে হবে, কিছুই জানি না। তা সত্ত্বেও সঞ্জীব গোয়েন্‌কা বিশাল খরচ করে দল গঠন করেছেন।”

    মোহনবাগান সমর্থকদের প্রতি আবেদন জানিয়ে দেবাশিস এবং সৃঞ্জয় বলেছেন, “শুধু আবেগের বশে সমালোচনা না করে একটু যুক্তি দিয়ে ভাবুন। যিনি প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে দল গড়ে লক্ষ লক্ষ সমর্থকের মুখে হাসি ফোটাচ্ছেন, তাঁকে সমালোচনায় বিদ্ধ করতে আপনাদের হৃদয় কাঁপছে না? আমরা সবাই চাই, মোহনবাগান ভারতীয় ফুটবলের গন্ডি ছাড়িয়ে এশীয় স্তরেও সাফল্য পাক। যখন ইরানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নিশ্চয়ই তার নেপথ্যে কারণ রয়েছে। মোহনবাগান কার্যকারী কমিটির পক্ষ থেকে মোহনবাগান সুপার জায়েন্টের বোর্ডে গোটা ব্যাপারটা আলোচনার জন্য তোলা হবে। আশা করব, যে কোনও পরিস্থিতিতে সদস্য, সমর্থকেরা আমাদের প্রতিটি সিদ্ধান্তের পাশে থাকবেন।”
  • Link to this news (আনন্দবাজার)