অনুশীলনে অনুপস্থিত কামিংস ও ম্যাকলারেন, শিল্ডের প্রস্তুতি শুরু করল মোহন বাগান
বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জিতেছিল মোহন বাগান। ঐতিহ্যের সেই জয় ইতিহাসের পাতায় এখনও অম্লান। এরপর আরও ১৯ বার এই ট্রফি পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। শেষবার এই প্রতিযোগিতায় মোহন বাগান চ্যাম্পিয়ন হয় ২০০৩ সালে। দীর্ঘদিন পর ফের সেই টুর্নামেন্টে খেলতে নামছে হোসে মোলিনা-ব্রিগেড। আগামী বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ গোকুলাম কেরালা। সোমবার তার প্রস্তুতি শুরু করল মোহন বাগান। কিন্তু সমর্থকদের মধ্যে তেমন উচ্ছ্বাস চোখে পড়ল না। দুর্গা পুজোর পর প্রথম অনুশীলন। অন্য সময় ফুটবলারদের বিজয়ার শুভেচ্ছা জানাতে হাজির থাকেন অনুরাগীরা। কিন্তু এসিএল-টু’এর ম্যাচ খেলতে না যাওয়ায় তাঁরাও কেমন যেন মিইয়ে আছেন।
সোমবার যুবভারতীয় প্র্যাকটিস গ্রাউন্ডে বিকেলে অনুশীলন সারলেন বিশাল কাইথরা। জাতীয় দলের তিন ফুটবলার লিস্টন, দীপক ও সাহাল ছাড়া এদিন প্রস্তুতিতে ছিলেন না কামিংস ও ম্যাকলারেন। দুই অস্ট্রেলিয়ান ফুটবলার এখনও ছুটি কাটিয়ে ফেরেননি। ম্যানেজমেন্টের বক্তব্য, মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। অর্থাৎ, শিল্ডের প্রথম ম্যাচের আগে এই দুই ফুটবলার মাত্র দু’টি প্র্যাকটিস সেশন পাবেন। পাঠকদের নিশ্চয়ই মনে আছে, ফিটনেসের অভাবে ডুরান্ড কাপে সাফল্য আসেনি। তা সত্ত্বেও কোচ হোসে মোলিনা এবং টিম ম্যানেজমেন্ট নির্বিকার। বিশেষজ্ঞরা বলছেন, গত মরশুমে আইএসএলে ডাবল করার পর মোহন বাগান কোচ ও ফুটবলাররা আত্মতুষ্টিতে ভুগছেন। দ্রুত এই রোগের ওষুধ না প্রয়োগ করলে ব্যর্থতার বহর আরও বাড়বে।’ দেখা যাক, আগামী দিনে কোন পথে চলে শতাব্দীপ্রাচীন ক্লাব?
এদিন মূলত উইং প্লে’র উপরেই জোর দেন কোচ হোসে মোলিনা। পাশাপাশি ঝালিয়ে নিলেন ডিফেন্ডারদেরও।
আইএফএ শিল্ডে চার বিদেশি ফুটবলার খেলাতে পারবে প্রতি দল। তাই রক্ষণে টম আলড্রেড ও আলবার্তো রডরিগেজকে রেখেই প্রস্তুতি সারল মোহন বাগান। মাঝমাঠে এদিন দিমিকে বেশ ঘাম ঝরাতে দেখা গেল। বল হোল্ড করে দুই প্রান্তে তা ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। কোচ মোলিনাও কড়া নজরে রেখেছিলেন তাঁকে। প্র্যাকটিসের মধ্যে বেশ কয়েকবার খেলা থামিয়ে তাঁর সঙ্গে কথাও বলে নিলেন স্প্যানিশ কোচ। অনুশীলনের শেষ পর্বে সামান্য চোট পেলেন মনবীর ও আপুইয়া। তবে তা গুরুতর নয়।