• কলকাতায় বাড়ছে নাবালক অপরাধ
    আনন্দবাজার | ০৭ অক্টোবর ২০২৫
  • মহানগর হিসেবে ‘নিরাপদ’ হলেও কলকাতায় উল্লেখযোগ্য হারে বাড়ছে নাবালকদের দ্বারা সংঘটিত অপরাধের ঘটনা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই এই তথ্য উঠে এসেছে। ‘ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২৩’ অনুযায়ী, ২০২১-এ কলকাতায় ২৫টি নাবালক অপরাধের ঘটনা ঘটে। ’২২-এ তা হয় ৯। ২০২৩-এ তা ১১৫ হয়। তার মধ্যে ২০টি পকসো মামলায় নাবালকেরা যুক্ত। নাবালকদের অপরাধে সামগ্রিক ভাবে সংখ্যার বিচারে দেশের মহানগরগুলির মধ্যে কলকাতা উপরে না থাকলেও এই হার বৃদ্ধিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সংখ্যার বিচারে ২০২৩-এ দিল্লিতে নাবালক অপরাধের সংখ্যা বেড়েছে (২২৭৮)।

    ২০২১ ও ২০২২-র তুলনায় পশ্চিমবঙ্গেও সামগ্রিক ভাবে নাবালক অপরাধ বেড়েছে। তবে সংখ্যার বিচারে অন্য রাজ্যের তুলনায় তা কম। এনসিআরবি-র তথ্য অনুযায়ী, দেশেও ২০২২-এর তুলনায় ২০২৩ সালে নাবালকদের অপরাধ ঘটানোর সংখ্যা ফের বাড়ছে। ২০২১-এ দেশে নাবালকেরা ৩১১৭০টি অপরাধ ঘটায়। ২০২২-এ সেই সংখ্যা কমে হয় ৩০৫৫৫। ’২৩-এ তা হয়েছে ৩১৩৬৫।

    এনসিআরবি-র তথ্য অনুযায়ী, নাবালক অপরাধে শীর্ষে মহারাষ্ট্র। ২০২১ ও ২২ সালের থেকে অপরাধের সংখ্যা কমে ২০২৩ সালে সেই রাজ্যে ৩৯৭০টি এমন অপরাধ ঘটেছে। মহারাষ্ট্রের পরেই আছে মধ্যপ্রদেশ (৩৬১৯)। দিল্লিতেও আগের থেকে এমন ঘটনা কমলেও ২০২৩ সালে তা সংখ্যার বিচারে অনেক উপরে (২২৭৮)। পশ্চিমবঙ্গে ২০২১-এ ৫৫১টি এমন অপরাধ হয়। ২০২২-এ তা বেড়ে হয় ৫৭৭। ২০২৩ সালে তা অনেকটাই বেড়ে ৭৮৮ হয়েছে।

    এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে খুন, খুনের চেষ্টা, ধর্ষণ, চুরির মতো অপরাধে নাবালকদের যুক্ত থাকার ঘটনা উল্লেখ্যযোগ্য। ২০২৩-এ নাবালক অপরাধীরা ২৪টি খুন, ৮০টি খুনের চেষ্টা, ১৪টি ধর্ষণ, ৫৬টি চুরির সঙ্গে জড়িত। এ ছাড়াও, এ রাজ্যে ১১২টি অপহরণ এবং ১টি মানুষ পাচারের ঘটনায় নাবালক অপরাধী যুক্ত। রিপোর্ট অনুযায়ী, ধর্ষণের ক্ষেত্রে নাবালক অপরাধীর নিরিখে এগিয়ে মধ্যপ্রদেশ (২২৪) এবং খুনের ঘটনায় এগিয়ে মহারাষ্ট্র (১৪৫)। নাবালকদের বিরুদ্ধে সব থেকে বেশি চুরির মামলা হয়েছে দিল্লিতে (৯০৩)।
  • Link to this news (আনন্দবাজার)