• প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েও চর্চায় অনীক-শুভ্রজিতের ছবি! প্রেক্ষাগৃহ, প্রদর্শন-সময় বাড়বে?
    আনন্দবাজার | ০৭ অক্টোবর ২০২৫
  • এ ভাবে যে ছবি বদলে যাবে, বোধহয় ভাবতে পারেনি বাংলা বিনোদন দুনিয়া। খবর, এ বছরের পুজোর যে দুটো ছবি প্রতিযোগিতায় ছিলই না তারাই নাকি ভেলকি দেখাচ্ছে! ন্যাশনাল মাল্টিপ্লেক্সের সাত দিনের বক্সঅফিসের আনুমানিক হিসাব অনুযায়ী, অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর সম্ভাব্য আয় ৭০ লক্ষ টাকা। অন্য দিকে, শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরাণী’ আয় করেছে ৪৫ লক্ষ টাকা।

    বাকি দুটো ছবি ‘রঘু ডাকাত’ বা ‘রক্তবীজ ২’-এর থেকে এই আয় অনেকটাই কম। কিন্তু, এটুকুও যে আশা করতে পারেনি টলিউড!

    এই জায়গা থেকেই অনেক সময় ছবির প্রযোজক বা পরিচালকের তরফে প্রেক্ষাগৃহের মালিকদের অনুরোধ জানানো হয়, যদি প্রেক্ষাগৃহের সংখ্যা বা প্রদর্শন-সময় বাড়ানো হয়, তা হলে ছবির ব্যবসা আরও একটু অক্সিজেন পায়।

    অনীক এবং শুভ্রজিতের ছবির ক্ষেত্রে কি সে রকম কোনও সম্ভাবনা তৈরি হয়েছে? প্রেক্ষাগৃহের মালিকেরা কি বিষয়টি বিবেচনা করবেন?

    জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রিয়া সিনেমাহলের মালিক অরিজিৎ দত্ত, নটি বিনোদিনী (সাবেক স্টার থিয়েটার) হলের মালিক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে। দু’জনেই জানিয়েছেন, সিঙ্গল স্ত্রিনে প্রদর্শন-সময় বাড়ানো সম্ভব নয়। তার ব্যাখ্যাও দিয়েছেন তাঁরা। অরিজিতের কথায়, “শো বাড়ালেই ব্যবসা বাড়বে এরকম হয় না। কারণ, শো বাড়লে খরচও বাড়ে। আমার হলে অবশ্যই অনীকদার ছবি ভাল ফল করছে। কিন্তু ‘রঘু ডাকাত’-এর থেকে নয়। ফলে, দেবের ছবির শো-সংখ্যা কমবে না।” তাঁর মতে, দ্বিতীয় স্থানে ‘রক্তবীজ ২’। তারাও ভালই ফল করছে। তাই ওই ছবির প্রদর্শন-সময় যেমন ছিল তেমনই থাকবে। প্রিয়া সিনেমাহলে তুলনায় পিছিয়ে ‘দেবী চৌধুরাণী’। তাই আপাতত এই ছবি সম্পর্কে নতুন করে ভাবছেন না তিনি।

    জয়দীপের বক্তব্য অনুযায়ী, “আমার হলে চারটি ছবিই ভাল ব্যবসা করছে। কিন্তু শো বাড়াতে গেলে এক বা একাধিক ছবিকে সরিয়ে দিতে হয়। সেটা কী করে সম্ভব!” তাঁর মতে, মাল্টিপ্লেক্সে একমাত্র প্রদর্শন-সময় বাড়ানো যেতে পারে।

    তা হলে মাল্টিপ্লেক্সের কর্ণধারদের কি অনুরোধ জানাবেন শুভ্রজিৎ বা অনীকের ছবির প্রযোজক ফিরদৌসল হাসান?

    ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির প্রযোজকের কথায়, “ইতিমধ্যেই ছয়টি মাল্টিপ্লেক্সে শো বেড়েছে। বেলুড়, দুর্গাপুর, নিউটাউন, দক্ষিণ ও পূর্ব কলকাতা মিলিয়ে বেড়েছে সময়।” শুভ্রজিৎ বলেছেন, “সাধারণত, ছবির ফলাফল দেখে হল বা শো-সংখ্যা বাড়ানো কথা হলমালিকদের বলেন পরিবেশক। আমার ছবির পরিবেশক শতদীপ সাহা। ইতিমধ্যেই বিভিন্ন হলে আবেদন জানিয়েছেন তিনি।” কী বলছেন ‘দেবী চৌধুরাণী’ ছবির পরিবেশক? শতদীপের বক্তব্য, “আমার তরফ থেকে আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার ফলাফল জানতে পারব।”
  • Link to this news (আনন্দবাজার)