• রাস্তার উপর এলোপাথাড়ি গুলি, ওডিশায় খুন আইনজীবী-বিজেপি নেতা
    এই সময় | ০৭ অক্টোবর ২০২৫
  • রাস্তার উপর গুলি করে খুন করা হলো আইনজীবীকে। সোমবার রাতে ওডিশার বেরহামপুরে ভয়াবহ খুনের ঘটনা। আততায়ীর গুলিতে নিহত হলেন সিনিয়র অ্যাডভোকেট এবং বিজেপি নেতা পীতবাস পাণ্ডা। তাঁর বয়স ৫০ বছর। সোমবার রাতে ব্রহ্মনগর এলাকায় পীতবাসের বাড়ির কাছেই ঘটনাটি ঘটেছে।

    পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ব্রহ্মনগরে পীতবাস বাড়ির কাছে রাস্তার উপরে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ে মোটরবাইকে দুই দুষ্কৃতী এসে পীতবাসের উপরে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, পীতবাস বার কাউন্সিলের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি RTI (Right to Information) আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে পীতবাস ওই এলাকায় কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন।

    সোমবার গুলি চালানোর পরে পীতবাসকে বেরহামপুরের MKCG মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের তরফে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু ঠিক কী কারণে খুন করা হলো পীতভাসকে? রাজনৈতিক কারণ নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)