• রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ, মাইথনে ডিভিসির কার্যালয়ে অবস্থান বিক্ষোভ মন্ত্রী-সহ তৃণমূল নেতা কর্মীদের ...
    আজকাল | ০৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যকে না জানিয়ে ডিভিসি বারবার জল ছাড়ছে এই অভিযোগ বারবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। সেইসঙ্গে সাম্প্রতিক তৈরি হওয়া বন্যা পরিস্থিতিকে 'ম্যান মেড বন্যা' বলে  অভিযোগও তুলেছেন মমতা। শেষপর্যন্ত দলনেত্রীর নির্দেশে রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঝাড়খণ্ডের মাইথনে ডিভিসির মুখ্য কার্যালয়ে অবস্থান বিক্ষোভ শুরু করল তৃণমূল কংগ্রেস। সকাল ১১টা থেকে এই বিক্ষোভ সমাবেশে মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী-সহ জেলার নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক অংশ নেন। এই বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে রীতিমতো রাজনৈতিক চাপানো উতোর শুরু হয়েছে।

     উল্লেখ্য, পুজোর মরসুমে কেন রাজ্য সরকারকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) জল ছেড়েছে, সে প্রশ্ন এর আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের পরিচালনাধীন সংস্থাটি ‘ইচ্ছাকৃত এবং একতরফা ভাবে’ জল ছেড়ে বাংলাকে 'বিসর্জন' দেওয়ার চক্রান্ত করছে বলে সমাজমাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি।

    মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত শুক্রবার রাতে জানিয়েছিলেন, ডিভিসি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছেন। এই নিয়ে শুরু হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপান উতোর।  

    এই সংঘাত চরম আকার নেয়। যদিও এই মুহূর্তে বৃষ্টিপাত আপাতত বন্ধ হওয়ায় বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণও অনেকটাই কমে গিয়েছে বলে ডিভিসি সূত্রে খবর। মঙ্গলবার সকাল থেকে তারা ৩৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে বলে জানা গিয়েছে। কিন্তু এদিনের এই বিক্ষোভ প্রমাণ করল জল ছাড়া নিয়ে ঘাসফুল শিবির তার আগের অবস্থানে অনড়। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল তাকিয়ে আছে এই বিক্ষোভ অবস্থান রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।
  • Link to this news (আজকাল)