‘অতীতকে সম্মান, বর্তমানকে আরোগ্য, ভবিষ্যৎকে প্রেরণা’, এই মন্ত্রে কলকাতায় সামরিক নার্সিং সার্ভিসের শতবর্ষের গৌরবময় উদযাপন...
আজকাল | ০৭ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পূর্বাঞ্চল কমান্ড হাসপাতাল, কলকাতার আঙিনায় আজ ইতিহাসের সাক্ষী থাকল ভারতীয় সামরিক নার্সিং সার্ভিস। গর্ব ও উৎসাহের আবহে পালিত হল শতবর্ষ। সেনা চিকিৎসা পরিষেবার অপরিহার্য স্তম্ভ হিসেবে নিজেদের একশো বছরের অবিচল পথচলা উদযাপন করলেন নার্সিং অফিসাররা।
বিশিষ্ট অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানটি ছিল বিশেষ মর্যাদাপূর্ণ। এতে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জ্যোতিন্দ্র দেবনাথ (এমজি মেড, সদর দপ্তর পূর্বাঞ্চল কমান্ড), মেজর জেনারেল সঞ্জয় মৌর্য (ভিএসএম), কমান্ড্যান্ট, কমান্ড হাসপাতাল (পূর্বাঞ্চল), ব্রিগেডিয়ার মিনি মথাই (ব্রিগ এমএনএস, সদর দপ্তর পূর্বাঞ্চল কমান্ড), ব্রিগেডিয়ার কে মঞ্জুলা (প্রিন্সিপাল মেট্রন, কমান্ড হাসপাতাল–পূর্বাঞ্চল) প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আরও সিনিয়র অফিসার, বিশিষ্ট অতিথি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।
বৈজ্ঞানিক অধিবেশন ও প্রকাশনা
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘নার্সিং কেয়ারে উদ্ভাবন’ বিষয়ক বৈজ্ঞানিক অধিবেশন। এতে সামরিক নার্সিং সার্ভিসে ব্যবহৃত আধুনিক কৌশল, রোগী পরিচর্যায় উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির সমন্বয় নিয়ে আলোচনা হয়। এদিন একটি গবেষণা সংকলনের সিডিও প্রকাশিত হয়, যেখানে সামরিক নার্সিং সার্ভিসের নানা গবেষণা, অভিজ্ঞতা ও অগ্রগতির দিক তুলে ধরা হয়েছে।
নার্সিং অফিসারদের সম্মান প্রদান
অনুষ্ঠানের আবেগঘন পর্ব ছিল ‘Honouring the Hands that Heal’। প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা সাহস, যত্ন আর আত্মনিবেদনের মাধ্যমে সেবা দিয়ে আসছেন, সেই সকল নার্সিং অফিসারদের অবদানকে স্মরণ ও সম্মান জানানো হয়। এটি শুধু একটি সাংস্কৃতিক পর্ব ছিল না, বরং সশস্ত্র বাহিনীতে নার্সিং সার্ভিসের মূল্যবান ভূমিকাকে নতুন করে সামনে নিয়ে আসার এক উদ্যোগ।
একশো বছরের গৌরবময় যাত্রা
১৯২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ভারতীয় সামরিক নার্সিং সার্ভিস নানা যুদ্ধক্ষেত্র, দুর্যোগ এবং শান্তিকালীন পরিস্থিতিতে অসামান্য ভূমিকা রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, কার্গিল সংঘাত— প্রতিটি সময়েই সামরিক নার্সরা অক্লান্ত পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে আহত জওয়ানদের পাশে দাঁড়িয়েছেন। আজকের শতবর্ষ উদযাপন তাই শুধু একটি অনুষ্ঠান নয়, বরং অতীতের ত্যাগ, বর্তমানের নিষ্ঠা এবং ভবিষ্যতের অঙ্গীকারকে একসূত্রে গেঁথে তোলার প্রতীক।
পুনর্ব্যক্ত অঙ্গীকার
শতবর্ষ পূর্তির এই মাইলফলকে দাঁড়িয়ে সামরিক নার্সিং সার্ভিস পুনরায় শপথ নিয়েছে, যত্ন, সাহস ও অটল প্রতিশ্রুতির মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর এক অপরিহার্য স্তম্ভ হয়ে থাকার।