• নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন গৃহকর্তা, হুড়মুড়িয়ে বাড়ির ভিতর ঢুকল আস্ত ট্রাক, তারপর...
    আজ তক | ০৭ অক্টোবর ২০২৫
  • কথায় আছে, 'রাখে হরি মারে কে...।' জাতীয় সড়কের ধারে বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল বালি ভর্তি ট্রাক। বরাত জোরে রক্ষা পেল একটি পরিবার। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর গামী পুরনো ৮১ নং জাতীয় সড়কে পূর্ব রাড়িয়াল গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। 
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে,তুলসিহাটার দিক থেকে আসছিল বালি ভর্তি ট্রাকটি। ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার ধারে বাজারু ইসলামের বাড়িতে ঢুকে পড়ে ট্রাকটি। 

    জানা গিয়েছে, শোয়ার ঘর ও একটি গোয়াল ঘর সম্পূর্ণ ভাবে ভেঙে গিয়েছে। তবে অবিশ্বাস্য ভাবে বাজারু ইসলাম এবং তাঁর পরিবারের লোকজন প্রাণ বেঁচে গিয়েছেন। 

    এদিকে অভিযোগ,রাড়িয়াল বাগমারা মোড়ে ৩১ নং জাতীয় সড়কের উপর বহুদিন ধরে একটি দুই তলা বাড়ি বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জায়গাটি অধিগ্রহণ করলেও বাড়িটি ভাঙার কোনও উদ্যোগ গ্রহণ করেননি। বাড়ির কাছে রাস্তাটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এতে গাড়ি চলাচলে চরম সমস্যায় পড়েন চালকরা। বেশির ভাগ বালি ও পাথর ভর্তি ট্রাক গ্রামের ভিতরে পুরনো ৮১ নং জাতীয় সড়ক দিয়ে পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির কারণে মূলত এখানে বারবার দুর্ঘটনা ঘটছে। বাড়িটি শীঘ্রই ভাঙা না হলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

    রিপোর্টার: মিলটন পাল
  • Link to this news (আজ তক)