• ময়নাগুড়ির জাবরামালিতে সড়ক অবরোধে স্থানীয়রা, ৩ ঘণ্টা ধরে চলল বিক্ষোভ
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: পানীয় জলের সমস্যা। ময়নাগুড়ির সাপটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার জাবরামালিতে চ্যাংড়াবান্ধাগামী সড়ক পথ অবরোধ করলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। আজ, মঙ্গলবার সকাল থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ কয়েক বছর ধরে জল কষ্ট ভোগ করতে হচ্ছে তাদের।বাড়িতে কল থাকলেও পানীয় জলের সমস্যা রয়েছে। ফলে বাধ্য হয়েই গ্রামবাসীদের কুয়োর জল খেতে হচ্ছে। এদিন বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। অন্যদিকে এদিনের বিক্ষোভের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও তাদের এই সমস্যা নিয়ে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
  • Link to this news (বর্তমান)