চা বাগানের ভয়াবহ ক্ষতি, জলের সঙ্গে এসে জমল ডলোমাইট
বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিপর্যয়ে পাহাড়-তরাই ডুয়ার্সের বহু চা বাগানের ভয়াবহ ক্ষতি। ভুটানের জলের সঙ্গে ডলোমাইট এসে জমে গিয়েছে ডুয়ার্সের চা বাগানে। জানা গিয়েছে, ওই সব বাগানগুলিতে আর চা গাছ হবে না। রাজ্যের সবচেয়ে বড় চা বাগান ১৬০০ হেক্টরের নাগরাকাটার চ্যাংমারি টি এস্টেট। সেখানে ডায়না নদীর জল ঢুকেছে। যার ফলে ফ্যাক্টরিতে রাখা ৬০ হাজার কেজি চা নষ্ট হয়ে গিয়েছে।আলিপুরদুয়ারের শুভাষিণী চা বাগানে ৯০ হেক্টরে ডলোমাইট জমে গিয়েছে। বামনডাঙা টন্ডু চা বাগান গোটাটাই জলের তলায়। সব মিলিয়ে ৫০টির বেশি চা বাগান ক্ষতিগ্রস্ত। ঘটনায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।