বুধে উত্তরবঙ্গে শাহি সফর, বিপর্যস্ত এলাকা পরিদর্শন এবং আহত সাংসদের সঙ্গে দেখা করার সম্ভাবনা
দৈনিক স্টেটসম্যান | ০৭ অক্টোবর ২০২৫
উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার, ৮ অক্টোবর শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দিতে আসছেন শাহ। বিজেপি সূত্রে খবর, সরকারি কাজের ফাঁকে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা পরিদর্শন করতে পারেন তিনি। আক্রান্ত দলের সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতেও যেতে পারেন অমিত শাহ। তবে শাহর চূড়ান্ত কর্মসূচি এখনও স্থির হয়নি বলে খবর। অমিত শাহ উত্তরবঙ্গের দুর্গতদের পাশে থেকে আশ্বাস দিন এমনটাই উত্তরবঙ্গের বিজেপি চাইছে বলে খবর।
শনিবার রাতে একনাগাড়ে বৃষ্টি এবং ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত দুর্যোগে প্রাণ হারিয়েছেন ২৭ জন। উত্তরবঙ্গের দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে উত্তরবঙ্গেই রয়েছেন তিনি। আজ মঙ্গলবার মিরিক পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখবেন ক্ষতিগ্রস্ত এলাকা। সোমবার দুপুরে উত্তরবঙ্গ পৌঁছে প্রথমে হাসিমারায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে পৌঁছে গিয়েছিলেন নাগরাকাটায়। গতকাল দমদম বিমানবন্দর থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি প্রতি পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
তবে তিনি একা নন। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে চান বিরোধী দলনেতা। এদিনই হামলার ঘটনায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। বিপর্যস্ত উত্তরবঙ্গকে গড়ে তুলতে রাজনীতি ভুলে সকলে একসঙ্গে কাজে নামার বার্তা দিয়েছে সব ক’টি রাজনৈতিক দল। এরই মধ্যে বুধবার উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। পাশাপাশি, আজ রাজ্যে আসার কথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর।
বুধবার শাহর সফর নিয়ে মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন জানিয়েছেন, ‘শিলিগুড়ির ব্যাংডুবিতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখার জন্য আমরা তাঁকে অনুরোধ জানাব।‘ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও একই কথা জানিয়েছেন। এছাড়া উত্তরবঙ্গে বিজেপির কো-অর্ডিনেটর শ্যামচাঁদ ঘোষ বলেন, ‘আমরা অমিত শাহর সঙ্গে রাজনাথ সিংকেও চাইছি এখানে। তাঁরা নিজেরা একবার যাতে পরিস্থিতি ঘুরে দেখেন, সেই অনুরোধ করা হবে।‘
সোমবার নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষ। জনতার ইটবৃষ্টিতে খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে গিয়েছে। শংকর ঘোষকে কিল-চড় মারা হয়। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সূত্রের খবর, সাংসদের খোঁজখবর নিতে ঘনঘন দিল্লি থেকে শীর্ষ নেতারা ফোন করছেন। বুধবার শাহ এলে দলের সাংসদকে দেখতে হাসপাতালে যেতে পারেন বলে খবর। সাংসদ খগেন মুর্মুকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি থেকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।