• দক্ষিণেশ্বর থেকে বন্ধ মেট্রো, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো
    দৈনিক স্টেটসম্যান | ০৭ অক্টোবর ২০২৫
  • দক্ষিণেশ্বর থেকে বন্ধ মেট্রো পরিষেবা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পরেই বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়া হবে না বলে টিকিট কাউন্টার থেকে জানানো হয়। টিকিটের টাকা ফেরত নিতে অনুরোধ করা হয় যাত্রীদের। দক্ষিণেশ্বরে পয়েন্টে সমস্যার কারণে পরিষেবা আপাতত বন্ধ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে।

    মেট্রোর অপেক্ষায় অনেকেই নোয়াপাড়া, দমদম স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছেন। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-নোয়াপাড়া-দমদম হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যে সেকশনে পুজোর মুখে ঘন ঘন মেট্রো বিভ্রাটে যাত্রীদের নাকাল হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগে জেরবার হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকেও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)