• ফের বিভ্রাট মেট্রোয়! ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে থমকে রইল পরিষেবা, ঘণ্টাখানেক পর স্বাভাবিক
    আনন্দবাজার | ০৭ অক্টোবর ২০২৫
  • মাঝে দিনকয়েকের বিরতির পর ফের ‘চেনা ছন্দে’ ফিরল মেট্রো! পুজোর ছুটি খোলার পরই মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে আচমকা থমকে যায় পরিষেবা। ব্যস্ত সময়ে আচমকা এই বদলের জেরে বিপাকে পড়তে হয় যাত্রীদের। প্রায় ১ ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সম্পূর্ণ পথেই মেট্রো চলছে।

    মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে মেট্রো চলাচল আচমকা বন্ধ হয়ে যায়। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলতে থাকে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই দুই স্টেশনের মাঝে সাময়িক ভাবে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পরে জানানো হয়েছে, ১১টা নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনের একটি পয়েন্ট খারাপ হয়ে গিয়েছিল, তার জেরেই ঘটেছিল এই বিপত্তি। পরে ১২টা ৩৫ মিনিট নাগাদ ফের পরিষেবা চালু হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

    গত মাসখানেক ধরে কলকাতা মেট্রোয় একের পর এক বিভ্রাট দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গিয়েছিলেন নিত্যযাত্রীরা। ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষে মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়ায় সম্প্রতি ওই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। প্রান্তিক স্টেশন হয়ে যায় শহিদ ক্ষুদিরাম। তার পর থেকে ক্রমেই ভোগান্তি বেড়েছে যাত্রীদের। কয়েক সপ্তাহ আগেও ব্যস্ত সময়ে বার বার বিভ্রাট দেখা দিচ্ছিল ব্লু লাইনে। তবে পুজোর আগে-পরের ক’দিনে সে রকম কোনও অভিযোগ ওঠেনি। পরিষেবাও স্বাভাবিক ছিল। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই ফের গোলযোগ দেখা দিল মেট্রোয়।
  • Link to this news (আনন্দবাজার)