• ‘জুনিয়র পার্টনার’ হতে নারাজ নীতীশ! বিহার ভোটে জেডিইউকে সমান আসন দেবে বিজেপি?
    প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারপরই শোনা যাচ্ছে, বিজেপি ও জেডিইউ নাকি সমান আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ভোটে। যদিও দুই দলের কেউই এখনও কোনও ঘোষণা করেনি। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি তেমনই। ২৪৩ আসনের মধ্যে ২০৫টি আসন নাকি নীতীশের দল ও পদ্ম শিবিরের মধ্যে ভাগাভাগি হবে। বাকি ৩৮টি আসন ভাগ হবে এলজেপি, এইচএএম ও আরএলএমের মধ্যে। গুঞ্জন তেমনই।

    সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। দু’দফায় নির্বাচন শেষ হবে ১১ নভেম্বর। ফল ঘোষণা ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পাশাপাশি বিহারে গত কয়েক মাস ধরে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের ভূয়সী প্রশংসা করেন কমিশনার। আর তারপরই বিজেপি ও আরজেডির মধ্যে আসন বণ্টন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

    গুঞ্জন, বিজেপি এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানকে ২৫টি আসন দেবে বলে কথা দিয়েছে। বাকি আসনে মধ্যে আরএলএমকে ৬টি এবং জিতনরাম মাঝির দলকে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে বলেও কথা দিয়েছে গেরুয়া শিবির। তবে যদি চিরাগ এই আসনে সন্তুষ্ট না হন, তাহলে হয়তো বাকি দুই দলের বরাদ্দ আসনের সংখ্যা আরও কমতে পারে।

    বিধানসভা নির্বাচনে শরিকি বিবাদ নিয়ে বিতণ্ডার কারণেই এখনও অবশ্য সবকিছু চূড়ান্ত হয়নি। গত সেপ্টেম্বর থেকেই এই নিয়ে বিতর্ক চলছে। এমনকী পরিস্থিতি সামাল দিতে পাটনায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে। বিহারে এনডিএর বড় শরিক দুই দল। এক বিজেপি, দুই জেডিইউ। এখানে বড় শরিক জেডিইউয়ের দাবি ‘ছোট্ট’। তারা জুনিয়র পার্টনার হতে নারাজ। দাবি, বিজেপি যে সংখ্যক আসনে লড়বে, তার চেয়ে একটি হলেও বেশি আসন ছাড়তে হবে।

    ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারে এনডিএ শিবিরে সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি ৭৪টি। জেডিইউ পেয়েছিল ৪৩টি। অর্থাৎ জেডিইউয়ের চেয়ে অনেকটাই বেশি আসন পায় গেরুয়া শিবির। তা সত্ত্বেও জোটের স্বার্থে নীতীশকেই মুখ্যমন্ত্রী করে বিজেপি। এবারও এনডিএর মুখ সেই নীতীশই। তাঁর নেতৃত্বেই লড়বে এনডিএ শিবির। সেটা প্রতিষ্ঠিত করার জন্য বিজেপিকে নাকি কড়া শর্ত দিয়ে ফেলেছে জেডিইউ। সাফ বলে দেওয়া হয়, বিজেপির চেয়ে বেশি আসনেই লড়বে নীতীশের দল। সেটা একটা আসন হলেও। এহেন পরিস্থিতিতে যদি শেষপর্যন্ত নীতীশকে একশোর বেশি আসন দেওয়া হয় তাহলে কি আখেরে এনডিএ জোটেরই ক্ষতি হবে না? এখন দেখার, শেষপর্যন্ত বিজেপি সত্যিই অতগুলি আসন নীতীশকে ছাড়ে কিনা।
  • Link to this news (প্রতিদিন)