• আত্মঘাতী হরিয়ানার শীর্ষ পুলিশকর্তা! চণ্ডীগড়ের বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
    প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় আত্মঘাতী শীর্ষ পুলিশকর্তা! মঙ্গলবার চণ্ডীগড়ের নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়াই পুরন কুমার। পুলিশের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, নিজের সার্ভিস রিভালভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন হরিয়ানার ADGP। ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা ঘটনার তদন্ত চলছে।

    ঘটনার সময় বাড়িতে ছিলেন না হরিয়ানার ADGP-র স্ত্রী আইএএস আধিকারিক অমনিত পি কুমার। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির নেতৃত্বে রাজ্য প্রতিনিধি দলের হয়ে জাপান সফর করছেন। চণ্ডীগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) কানওয়ারদীপ কৌর নিশ্চিত করেছেন, মঙ্গলবার দুপুর ১টা বেজে ৩০ মিনিট নাগাদ সেক্টর ১১ থানা এলাকায় গুলি চালানোর খবর পায় পুলিশ। কেন আত্মঘাতী হলেন পুলিশকর্তা তা অবশ্য স্পষ্ট নয়।

    কানওয়ারদীপ কৌর বলেন, “আইপিএস অফিসার ওয়াই পুরান কুমারের মৃতদেহ তাঁর বাসভবন থেকে উদ্ধার হয়েছে। সিএফএসএল (সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।”
  • Link to this news (প্রতিদিন)