বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, জানালার ঘুলঘুলি দিয়ে ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা! অভিযুক্ত প্রতিবেশী যুবক
প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ। অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখাঁ থানা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুল ছাত্রী। পরিবারের দাবি, এই ঘটনা নতুন নয়। এর আগেও অভিযুক্ত ওই যুবক অ্যাসিড হামলার চেষ্টা করেছিল। কিন্তু কোনওরকমে রক্ষা পেয়ে যায় ওই কিশোরী। এরপরেই পুরো ঘটনাটি অভিযুক্তের বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফের একই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ছাত্রীর পরিবার। একই সঙ্গে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই ওই নাবালিকা ছাত্রীকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল প্রতিবেশী এক যুবক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই স্কুল ছাত্রী এবং তার পরিবার। এরপর থেকেই অভিযুক্ত ওই যুবক নানাভাবে ওই ছাত্রীকে হুমকি দিত বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর মোবাইলে নানান অশ্লীল এসএমএস পাঠাতো বলেও অভিযোগ। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে এই রকম ঘটনা চলছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে ঘরের জানালার উপরের ঘুলঘুলি দিয়ে ওই ছাত্রীকে লক্ষ্য করে অভিযুক্ত ওই যুবক অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয় ওই ছাত্রী। এরপর রাতেই পরিবারের লোকেরা প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নাবালিকা ছাত্রী।