বেঙ্গালুরুতে গ্যাস লিক করে আগুন! ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ বাংলার ৬ পরিযায়ী শ্রমিক
প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
কল্যাণ চন্দ্র, বহরমপুর: ভোররাতে গ্যাস লিক করেন ঘরে আগুন! ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হলেন বাংলার ৬ পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ওই রাজ্যে পাড়ি দিয়েছেন পরিবারের সদস্যরা।
অগ্নিদগ্ধ পরিযায়ী শ্রমিকদের নাম, মিনারুল শেখ, জিয়াবুর শেখ, তাজিবুর শেখ, নুরজামাল শেখ, সফিজুল শেখ ও হাসান মল্লিক। অগ্নিদগ্ধ পাঁচ পরিযায়ী শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। আহত হাসান হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা। পাঁচদিন আগে হাসান মিনারুলদের সঙ্গে কাজে যোগ দেন। সকলেই বেঙ্গালুরুর সারজাপুরা এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন।
একটি ঘরে তাঁরা একই সঙ্গে থাকতেন। মঙ্গলবার সকালে সেই ঘরে রান্নার গ্যাস লিক করে। তা থেকে আগুন ধরে যায়! ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন সকলে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই খবর পাওয়ার পর আতঙ্কে রয়েছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার। তাঁদের অনেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।