• ফের বিভ্রাট, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত চলছে না মেট্রো! চরম ভোগান্তি
    প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
  • নব্যেন্দু হাজরা:ব্যস্ত সময়ে ফের থমকাল মেট্রো। আচমকাই মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে দেখা যায় যান্ত্রিক গোলযোগ। যার ফলে এই দুই স্টেশনের মধ্যে বন্ধ মেট্রো পরিষেবা। যদিও নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বর্তমানে মেট্রো চলছে বলে জানা যাচ্ছে। হঠাৎ দক্ষিণেশ্বর থেকে পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। বিশেষ করে আজ সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। বহু মানুষ দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় চাপেন। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

    জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে সব কিছু ঠিক থাকলেও হঠাৎ করেই যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। জানা যায়, দক্ষিণেশ্বরে পয়েন্টে সমস্যা ধরা পড়ে। এরপরেই সংশ্লিষ্ট এই মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া স্টেশন পর্যন্ত বন্ধ হয়ে যায় পরিষেবা। প্রায় ১১ টা থেকে পরিষেবা বন্ধ রয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একাধিকবার মেট্রো বিভ্রাটের সাক্ষী হয়েছেন যাত্রীরা। শুধুই যান্ত্রিক গোলযোগ নয়, অতিরিক্ত বৃষ্টিতে টানেলে জল ঢুকে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টার বন্ধ রাখতে হয়েছে পাতালপথে মেট্রো পরিষেবা।

    যার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। আশঙ্কা ছিল, উৎসবের আবহে মেট্রো বিভ্রাটের মধ্যে পড়তে হবে না তো? যদিও বড় কিছু সমস্যা হয়নি। স্বাভাবিক ছিল পরিষেবা। কিন্তু লক্ষ্মীপুজো মিটতেই ফের চেনা ছন্দে কলকাতা মেট্রো।
  • Link to this news (প্রতিদিন)