• মেলেনি সিট, রাগে লোকাল ট্রেনে পেপার স্প্রে ছড়ালেন তরুণী! ভাইরাল ভিডিও
    প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরতলি ও কলকাতা সংলগ্ন জেলার বাসিন্দাদের একটা বড় অংশের যাতায়াতের মাধ্যম বলতে লোকাল ট্রেন। অল্প খরচে যা সহজেই পৌঁছে দেয় গন্তব্যে। সেই ট্রেনেই আজব কীর্তি তরুণীর। অকারণেই আচমকা ছড়িয়ে দিলেন পেপার স্প্রে! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ট্রেনের কামরায়। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

    ব্যাপারটা ঠিক কী? ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে লোকাল ট্রেনের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা কামরা। দাঁড়িয়ে অনেক যাত্রী। তাঁদের মধ্যেই একজন সবুজ কুর্তি পরে দাঁড়িয়ে। সকলের নিশানায় ওই তরুণী। ক্ষুব্ধ যাত্রীদের তাঁকে প্রশ্ন একটাই, “কী করে এটা করলে?” কেউ আবার বলছেন, “বাচ্চারা আছে দেখেও কেন এটা করলে?” আবার তেড়ে যাচ্ছেন কেউ কেউ। কিন্তু কেন? ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, শিয়ালদহ থেকেই ট্রেনে ওঠেন সবুজ কুর্তি পরা ওই তরুণী। স্বাভাবিকভাবেই সিটে বসে থাকা যাত্রীদের প্রশ্ন করেন, তাঁরা কোথায় নামবেন। তবে কয়েকজনকে জিজ্ঞেস করার পর বুঝতে পারেন, কাছাকাছি বসার জায়গা মিলবে না। এরপরই অদ্ভুত কাণ্ড!

    অভিযোগ, আচমকাই ব্যাগ থেকে পেপার স্প্রে বের করেন ওই সবুজ কুর্তি পরা তরুণী। বুঝতে পেরে এক যাত্রী বাধা দেন। তাতেও কাজ হয়নি। এরপরই ওই তরুণী স্প্রে ছিটিয়ে দেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই গন্ধে অসুস্থ বোধ করেন যাত্রীরা। কেউ কাশতে শুরু করেন। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। এরপরই খবর দেওয়া হয় জিআরপিকে। তাদের হাতে তুলে দেওয়া হয় তরুণীকে। ইনস্টাগ্রামে এই ভিডিওটি রীতিমতো ভাইরাল।
  • Link to this news (প্রতিদিন)