• স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কাটল জট
    হিন্দুস্তান টাইমস | ০৭ অক্টোবর ২০২৫
  • সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের আরও আটটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হল স্থায়ী উপাচার্য। কলকাতা থেকে শুরু করে যাদবপুর, উত্তরবঙ্গ সব নামী বিশ্ববিদ্যালয়েই এতদিন অস্থায়ী উপাচার্যের হাতে প্রশাসনিক ভার ছিল। দীর্ঘ আইনি জট ও রাজ্য সরকার-রাজ্যপালের সংঘাত কাটিয়ে অবশেষে এই সব বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ হল।


    সোমবার ঘোষণা করা তালিকায় যে আটটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে সেগুলি হল- কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। এরমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চিরঞ্জীব ভট্টাচার্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন ওমপ্রকাশ মিশ্র, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য এছাড়া বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছেন আবু তালেব।

    এই সব বিশ্ববিদ্যালয়েই এতদিন ধরে অস্থায়ী উপাচার্য নিয়োগ করে কাজ চালানো হচ্ছিল। নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের পাঠানো নামের তালিকায় রাজ্যপালের সম্মতি না মিললে স্থায়ী নিয়োগ সম্ভব হয় না। সেই অনুমোদন নিয়ে রাজভবন ও নবান্নের মধ্যে টানাপোড়েনই আটকে রেখেছিল উচ্চশিক্ষা ক্ষেত্রের একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত।অবশেষে বিষয়টি গড়ায় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট রাজ্যপালকে নির্দেশ দেয় রাজ্য সরকারের পাঠানো প্রস্তাব বিবেচনা করে অনুমোদন দিতে। সেই নির্দেশ মেনেই সোমবার রাজভবনের তরফে আট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করা হয়।

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এতদিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন, এবার তিনিই স্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পর থেকে উপাচার্য পদটি কার্যত শূন্য ছিল। এবার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন করে স্থিতি ফিরবে বলেই আশা শিক্ষা মহলের। বহুদিন ধরে বন্ধ থাকা প্রশাসনিক সিদ্ধান্ত ও শিক্ষা বিষয়ক উদ্যোগগুলো এবার গতি পাবে বলেও মনে করছে শিক্ষা মহল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)