• ত্রাণ বিলিতে গিয়ে খগেন-শঙ্করের পর এ বার আক্রান্ত বিজেপির মনোজ ওঁরাও, CISF জওয়ানকেও মারধর
    এই সময় | ০৭ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গে বন্যার ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হলেন আরও এক বিজেপি বিধায়ক। খগেন মুর্মু, শঙ্কর ঘোষের পর মঙ্গলবার হামলার শিকার হলেন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। থাপ্পড় মারা হয় তাঁর নিরাপত্তায় থাকা CISF জওয়ানকেও। লাঠি কেড়ে নেওয়া হয় অন্য CISF জওয়ানের।

    সোমবার নাগরাকাটার পর মঙ্গলবার দুপুরে সরগরম হয়ে উঠল ভারত-ভুটান সীমান্তের বন্যা দুর্গত প্রত্যন্ত গ্রাম কুমারগ্রাম ব্লকের বিত্তিবাড়ি। সেখানে ত্রাণ বিলি করতে এসে হামলার মুখে খোদ কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। তাঁর দাবি, তৃণমূল কর্মীরাই তাঁর উপর হামলা চালিয়েছেন। হামলার শিকার হয়েছেন তাঁর অনুগামী ও নিরাপত্তায় থাকা জওয়ানরাও।

    এখানেই শেষ নয়, বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাওয়ের অভিযোগ, এদিন ত্রাণ নিয়ে বন্যা কবলিত দুর্গম বিত্তিবাড়িতে পৌঁছনোর পরই তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। শুধু তাই নয়, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ানদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তাঁরা। জওয়ানদের হাতের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি।

    স্থানীয় তৃণমূল নেতা রথীন দাসের বিরুদ্ধে এক CISF জওয়ানকে শারীরিক হেনস্থা করারও অভিযোগ করেছেন মনোজ। বিজেপি বিধায়ক বলেন, রথীন দাস CISF জওয়ানের গালে সপাটে চড় কষান। তাতেই মেজাজ হারিয়ে ওই জওয়ানরা মৃদু লাঠি চার্জ করেন। এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিধায়ককে আক্রমণের হাত থেকে বাঁচাতে দেহরক্ষীরা তাঁকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। নদী পার করে তাঁরা যখন গাড়িতে ওঠেন তখন পেছন থেকে পাথর ছুড়ে বিধায়কের কনভয়ে থাকা একাধিক গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

    পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে দাবি আক্রান্ত বিধায়কের। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা চার জন মহিলা বিজেপি সমর্থক। একজন মহিলার সোনার গয়নাও ছিনিয়ে নেওয়ার দাবি। এই আচরণ নিয়ে ফের তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের গেরুয়া শিবির।

    প্রসঙ্গত, সোমবারও অসম বাংলা সীমানায় কুমারগ্রাম ব্লকের মাঝেরডাবরীতে বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও।

    অন্যদিকে, নাগরাকাটার বামনডাঙা এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। একদল যুবক তাঁদের উপরে হামলা করে। প্রথমে শঙ্কর ঘোষকে ধাক্কা মারা হয়। তার পরে সাংসদ ও বিধায়ককে তাড়া করেন অভিযুক্তরা। খগেনকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। তাতেই চোখের নীচে গুরুতর আঘাত লাগে সাংসদের।

  • Link to this news (এই সময়)