• বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি,ঘুরিয়ে দেওয়া হয়েছে ১৫টি ফ্লাইট
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৫
  • ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত দিল্লি। এর প্রভাব পড়ল বিমান চলাচলেও। দিল্লি বিমানবন্দর থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ১৫টি ফ্লাইট।

    দিল্লি বিমানবন্দরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির কারণে ওই ফ্লাইটগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে ৮টি বিমানকে পাঠানো হয় জয়পুরে। এছাড়াও পাঁচটি বিমানকে লখনউ এবং দুটি বিমানকে চন্ডীগড়ে পাঠানো হয়েছে।

    এই বৃষ্টির কারণে বিমান পরিষেবা এবং চলাচল আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা। এই কারণে বাড়ি থেকে আসার আগেই বিমান সংস্থার কাছে ফ্লাইট চলাচল নিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দিল্লি বিমানবন্দরের তরফে।

    একই পরামর্শ দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সংস্থার তরফেও। তাদের তরফে আগে থেকেই বিমান চলাচলের খবর নিয়ে আসতে বলা হয়েছে যাত্রীদের।

    মঙ্গলবার বিকেলের পর থেকে শুরু হওয়া এই বৃষ্টির জেরে একাধিক রাস্তায় জল দাঁড়িয়েছে। ফলে থমকে গিয়ে গাড়ি চলাচল। সেই কারণে হাতে অতিরিক্ত সময় নিয়ে বিমানবন্দরে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। এই পরিস্থিতিতে রাস্তা ছেড়ে মেট্রো করে বিমানবন্দরে আসার জন্যও যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে।

    আর এক দিকে, দিল্লির এবং আশেপাশের এলাকার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিম এবং দিল্লি এলাকার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্করা। দিল্লি এবং আশেপাশের অন্য এলাকার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই সঙ্গে লখনউ, নয়ডা এবং গাজিয়াবাদের জন্যও হলুদ সতর্কতা জারি করেছে দিল্লির আবহাওয়া অফিস।

  • Link to this news (এই সময়)