• উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি সাংসদ-বিধায়ক, প্রতিবাদে বারাসত-ব্যারাকপুরে পথ অবরোধ, যানজটে ভোগান্তি
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন আদিবাসী নেতা তথা মালদহ উত্তরের সাংসদ শ্রী খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ ও বিধায়ক মনোজ কুমার ওঁরাও। এই ঘটনার প্রতিবাদে শহর ও শহরতলিতে বিক্ষোভ বিজেপি নেতা-কর্মীদের। দলীয় সাংসদ-বিধায়কের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে বারাসাত ও ব্যারাকপুরে পথ অবরোধ করে বিজেপি। এর জেরে যানজটে পড়েন অফিস ফেরত নিত্যযাত্রীরা।

    মঙ্গলবার সন্ধেয় প্রায় ৩০ মিনিটের উপর অবরুদ্ধ ছিল বারাসত হেলাবটতলা মোড়। সেখানকার ব্যস্ত এই রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। এই অবরোধের ফলে বারাসত ৩৫ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। শেষে বারাসাত থানার পুলিশ এর মধ্যস্থতায় অবরোধ তুলে নেয় বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা।

    এদিন সন্ধেয় একই পরিস্থিতি সৃষ্টি হয় ব্যারাকপুরেও। বিজেপি ব্যারাকপুর ১ নম্বর মন্ডলের পক্ষ থেকে উত্তরবঙ্গে হওয়া ঘটনার প্রতিবাদে আয়োজন করা হয় ধিক্কার মিছিলের। ব্যারাকপুর বারাসাত রোডের বটতলায় অবস্থিত বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে ব্যারাকপুর চন্দন পুকুর বাজার হয়ে ব্যারাকপুর মসজিদ মোড়ে এসে পৌঁছয় মিছিল। তার পরে সেখানে পথ অবরোধ শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন, বিজেপি ন্যাশনাল কাউন্সিল সদস্য অহিন্দ্রনাথ বসু, রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তভ বাগচী, বিজেপি ব্যারাকপুর এক মন্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ-সহ অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। কিন্তু মিনিট ১৫ পরেই তাদের অবরোধ তুলে নেন তাঁরা। কিন্তু এর জেরে সাময়িক ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

    উল্লেখ্য, নাগরাকাটার বামনডাঙা এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। একদল যুবক তাঁদের উপরে হামলা করে। প্রথমে শঙ্কর ঘোষকে ধাক্কা মারা হয়। তার পরে সাংসদ ও বিধায়ককে তাড়া করেন অভিযুক্তরা। খগেনকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। তাতেই চোখের নীচে গুরুতর আঘাত লাগে সাংসদের। হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু।

  • Link to this news (এই সময়)