• প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার চেষ্টার নিন্দা মোদির, ‘প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ’, বললেন প্রধানমন্ত্রী
    আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাইকে জুতে ছুড়ে মারার চেষ্টার ঘটনার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার কয়েক ঘণ্টা পরেই প্রধান বিচারপতির সঙ্গে ফোনে কথা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে জানিয়েছেন মোদি। সেই পোস্টে তিনি লিখেছেন, “এই ঘটনায় প্রত্যেক ভারতীয় ক্ষুব্ধ”। ঘটনার সময় প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসাও করেছেন মোদি।

    নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতের প্রধান বিচারপতি, বিচারপতি বি আর গাভাইজির সঙ্গে কথা বলেছি। আজ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর উপর আক্রমণ প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এই ধরণের নিন্দনীয় কাজের কোনও স্থান নেই। এটি সম্পূর্ণ নিন্দনীয়। এই ধরণের পরিস্থিতির মুখে বিচারপতি গাভাই যে শান্ত মনোভাব দেখিয়েছেন তার আমি প্রশংসা করি। এটি ন্যায়বিচারের মূল্যবোধের প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং আমাদের সংবিধানের চেতনাকে শক্তিশালী করে তুলেছে।”

    কয়েক সপ্তাহ আগেই প্রধান বিচারপতি গাভাই মধ্যপ্রদেশের একটি ভাঙা বিষ্ণুমূর্তি পুনর্স্থাপনের মামলায় শুনানির সময় বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন। তিনি আবেদনকারীকে বলেছিলেন, “যদি আপনি ভগবান বিষ্ণুর ভক্ত হন, তবে গিয়ে দেবতার কাছেই প্রার্থনা করুন।” তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সোমবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন ৭১ বছর বয়সী আইনজীবী রাকেশ কিশোর মঞ্চের কাছে এসে জুতো খুলে বিচারকের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন। তবে, নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন এবং তাকে আদালত প্রাঙ্গণ থেকে বার করে দেন, ফলে আক্রমণ এড়ানো যায়। যখন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আইনজীবীকে চিৎকার করতে থাকেন, “আমরা সনাতনের প্রতি কোনও অপমান সহ্য করব না।” 

    এদিনের ঘটনার পরেও প্রধান বিচারপতি গাভাই সম্পূর্ণ শান্ত ছিলেন এবং কার্যক্রম বন্ধ না করেই বলেন, “এসব দেখে বিভ্রান্ত হবেন না। এই ধরনের ঘটনা আমাকে প্রভাবিত করে না। শুনানি চালিয়ে যান।”

    প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট ওই আইনজীবীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ওই আইনজীবীর লাইসেন্স বাতিল করেছে। প্রধান বিচারপতি গাভাইয়ের উপর জুতো ছোঁড়ার ঘটনার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক মহল থেকে নেতৃবৃন্দ।

    সোমবারের ঘটনার নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‘এটি অত্যন্ত জঘন্য কাজ। কার্যত ভারতের সংবিধানের উপর হামলা।’’ ঘটনার নিন্দা করে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী বলেছেন, “সুপ্রিম কোর্টে ভারতের মাননীয় প্রধান বিচারপতির উপর আক্রমণের নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। এটি কেবল তাঁর উপরই নয়, আমাদের সংবিধানের উপরও আক্রমণ। প্রধান বিচারপতি গাভাই অত্যন্ত দয়ালু, তবে দেশকে গভীর বেদনা ও ক্ষোভের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়াতে হবে।”

    লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই আক্রমণকে ‘আমাদের বিচার বিভাগের মর্যাদা এবং আমাদের সংবিধানের চেতনার উপর আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

    প্রবীণ আইনজীবী এবং প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বল বলেছেন যে এই হামলার ‘জনসমক্ষে নিন্দা করা উচিত’।
  • Link to this news (আজকাল)