• রপ্তানিতে এবার নতুন উচ্চতা
    আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগ প্রতিরক্ষা খাতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। একসময় বিদেশনির্ভর এই খাত আজ প্রকৃত অর্থে আত্মনির্ভর হয়ে উঠেছে। দেশ এখন শুধু নিজের প্রয়োজন মেটাচ্ছে না, বরং অন্যান্য দেশেও প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। এই রূপান্তরের প্রমাণ স্পষ্ট সংখ্যায় ধরা পড়ে। ২০১৩-১৪ অর্থবছরে যেখানে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র ৬.৮ বিলিয়ন, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে পৌঁছেছে রেকর্ড ২৩৬.২ বিলিয়নে — যা গত ১১ বছরে ৩৪ গুণ বৃদ্ধি। গত অর্থবছরে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১২%।

    এই উত্থানের মূল চালিকাশক্তি হয়েছে প্রতিরক্ষা সরকারি সংস্থাগুলি ও বেসরকারি খাত। FY25-এ মোট রপ্তানির মধ্যে বেসরকারি খাতের অবদান ছিল প্রায় ৬৪.৫% (১৫২.৩ বিলিয়ন), আর DPSU-র অবদান ৮৩.৯ বিলিয়ন। উল্লেখযোগ্যভাবে, DPSU রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৪৩.৮%, যদিও বেসরকারি খাত তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।

    এই পরিসংখ্যান ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বের সরবরাহ শৃঙ্খলে অন্তর্ভুক্ত হওয়ার সক্ষমতাকে প্রতিফলিত করে। FY25-এ ভারত প্রায় ৮০টি দেশে গোলাবারুদ, অস্ত্র, সাব-সিস্টেম, যন্ত্রাংশ ও উপাদান রপ্তানি করেছে। সরকার এখন FY29-এর মধ্যে প্রতিরক্ষা রপ্তানি ৫০০ বিলিয়নে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। এই অগ্রযাত্রায় কয়েকটি সংস্থা মুখ্য ভূমিকা পালন করছে, যার মধ্যে অন্যতম Astra Microwave Products এবং Data Patterns।

    Astra Microwave Products: উচ্চমূল্যের প্রতিরক্ষা ইলেকট্রনিক্সে রপ্তানির প্রসারAstra Microwave ডিজাইন, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা, মহাকাশ ও এয়ারস্পেস ইলেকট্রনিক্সে কাজ করে। রাডার, ট্যাকটিক্যাল ও স্পেস ইলেকট্রনিক্স সিস্টেম তৈরিতে এটি ভারতের অন্যতম শীর্ষ সংস্থা। FY26-এর প্রথম ত্রৈমাসিকে কোম্পানির মোট আয়ের ৮৬.৪% এসেছে প্রতিরক্ষা খাত থেকে, এবং প্রায় ১০% রপ্তানি থেকে — যা FY25-এর সমান। আগামী ২-৩ বছরের মধ্যে Astra রপ্তানি আয় ৩০%-এ উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।

    কোম্পানি অনুমান করছে যে FY28 নাগাদ তার রপ্তানি বাজারের সম্ভাবনা ১০ বিলিয়নে পৌঁছাতে পারে। Astra বর্তমানে তার Monolithic Microwave Integrated Circuit (MMIC) চিপস পোর্টফোলিও (৪০টিরও বেশি চিপ) উন্নত করছে, যাতে বিশ্বের বাজারে প্রতিযোগিতা বাড়ানো যায়। সংস্থাটি আগামী পাঁচ বছরে শুধুমাত্র এই চিপস থেকেই প্রায় ৫০ মিলিয়ন বিক্রির সম্ভাবনা দেখছে। Teledyne-এর মতো আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে সম্পর্ক তৈরি করে Astra তার বিশ্বের বিক্রয় নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। পাশাপাশি, Astra তার নতুন তিনটি ১০০% নিজস্ব রাডার ও অ্যান্টি-ড্রোন সিস্টেম আন্তর্জাতিক বাজারে প্রচারের প্রস্তুতি নিচ্ছে।

    FY26-এর প্রথম প্রান্তিকে Astra-র রাজস্ব আগের বছরের তুলনায় ২৯% বেড়ে ২.০ বিলিয়নে পৌঁছেছে। এর অপারেটিং মার্জিন ৫০০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২০.৫%-এ দাঁড়িয়েছে। একই সময়ে, মুনাফা (PAT) ১২৬.২% বৃদ্ধি পেয়ে ১৬০ মিলিয়নে পৌঁছেছে। কোম্পানির রপ্তানি ব্যবসায় ৮-১০% স্থূল মুনাফা থাকলেও, দেশীয় ব্যবসায় মার্জিন ৪০-৪৫%।

    FY26-এর প্রথম ত্রৈমাসিক শেষে Astra-র অর্ডার বুক দাঁড়িয়েছে ১৮.৯ বিলিয়নে, যা প্রায় দুই বছরের রাজস্ব দেয়। কোম্পানি FY26 শেষ হওয়ার আগে আরও ১১ বিলিয়ন নতুন অর্ডার পাওয়ার আশা করছে, মোট ১৩-১৪ বিলিয়ন অর্ডার লক্ষ্য নিয়ে। FY26-এ Astra প্রায় ২০% আয় বৃদ্ধি (১২ বিলিয়ন) এবং ১৮% মুনাফা বৃদ্ধির লক্ষ্য স্থির করেছে।

    Data Patterns: দেশীয় প্রযুক্তি ও রাডার দক্ষতার সদ্ব্যবহারData Patterns প্রতিরক্ষা ও এয়ারস্পেস ইলেকট্রনিক্সে একীভূত সমাধান প্রদানকারী সংস্থা। সংস্থাটি নকশা, প্রোটোটাইপ পরীক্ষা, উৎপাদন ও উচ্চ নির্ভরযোগ্য ইলেকট্রনিক সিস্টেমের উৎপাদনে দক্ষ। এর প্রধান গ্রাহকরা হল প্রতিরক্ষা মন্ত্রক (MOD), DRDO, DPSUs এবং বেসরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানসমূহ।
  • Link to this news (আজকাল)