• অদ্ভূত, অঙ্গনওয়াড়িগুলিকে এলইডি টিভি-ফিল্টার দিয়েছে মধ্যপ্রদেশের সরকার, কিন্তু নেই বিদ্যুৎ সংযোগ!
    আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নতিতে পদক্ষেপ করেছে মধ্যপ্রদেশ সরকার। 'সক্ষম অঙ্গনওয়াড়ি' আধুনিকীকরণ অভিযানের অংশ হিসাবে উমারিয়া জেলার ১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। এইসব কেন্দ্রে চকচকে নতুন এলইডি টিভি এবং জলের ফিল্টার বিতরণ করা হচ্ছে। কিন্তু মজার বিষয় হল, এই ১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেশিরবাগেই নেই বিদ্যুৎ সংযোগ!

    উমারিয়ায় ৭৮৬টি অঙ্গনওয়াড়ির মধ্যে মাত্র ৩২২টিতে বিদ্যুৎ রয়েছে। তাহলে কীভাবে, ১১৬টি বিদ্যুৎবিহীন কেন্দ্রে এলইডি, জলের ফিল্টার লাগানোর তালিকায় স্থান পেল? প্রশ্ন করায় ছোটি সালাইয়ার অঙ্গনওয়াড়ি কর্মী বন্দনা সিং হেসে বলেন, "আমরা এলইডি পেয়েছি, কিন্তু বিদ্যুৎ নেই। আপাতত, ফিল্টার ও টিভি দেয়ালের অলঙ্কারের মতই রয়েছে।" পাত্রেইয়ের পুষ্পা সিং বলেন, "বিদ্যুৎ এলে আমরা মায়েদের পুষ্টি সম্পর্কে শেখানোর জন্য এলইডি টিভি ব্যবহার করব।"

    আরও খোঁজখবর করায় জানা গিয়েছে, শুধু বিদ্যুৎ সংযোগই নয়, উন্নয়নের জন্য উমারিয়া জেলার যে ১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেছে নেওয়া হয়েছে তার অনেকগুলিতে জলের সংযোগও নেই। ফলে ফিল্টার মেশিনগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা দূর থেকে জল আনেন। তবুও প্রশাসনের আমলারা জোর দিয়ে বলেন যে, ফিল্টারগুলি "শীঘ্রই কাজ করবে।"

    এনডিটিভি মহিলা ও শিশু উন্নয়ন কর্মকর্তা দিব্যা গুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেছেন, "১১৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে 'সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র' হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং টিভি, আরও সিস্টেম ফিল্টার দেওয়া হয়েছে। যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য মধ্যপ্রদেশ বিদ্যুৎ বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এবং শীঘ্রই সংযোগ প্রদান করা হবে।'

    'সক্ষম অঙ্গনওয়াড়ি' মিশন কী?সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ প্রোগ্রামের অধীনে ভারতের গ্রামীণ শিশু যত্ন কেন্দ্রগুলির একটি আধুনিক, উন্নত সংস্করণকে বোঝায়। এই কেন্দ্রগুলির লক্ষ্য, ছয় বছরের কম বয়সী শিশু, কিশোরী মেয়ে এবং গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য সমন্বিত পুষ্টি, শৈশবকালীন যত্ন এবং শিক্ষা পরিষেবা প্রদান করা। এই কর্মসূচি অপুষ্টি মোকাবিলা এবং স্বাস্থ্য, সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য উন্নত পরিকাঠামো, উন্নত পুষ্টি এবং আধুনিক পরিষেবা প্রদানের উপর আলোকপাত করে।
  • Link to this news (আজকাল)