• গভীর নিম্নচাপের চোখরাঙানি, একটানা অতি প্রবল বৃষ্টির চরম সতর্কতা এই রাজ্যগুলিতে, বাংলার ভাগ্যে কী আছে? ...
    আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরেও স্বস্তি নেই। প্রকৃতির রুদ্রমূর্তিতে তছনছ বাংলা। এদিকে দেশের আরও একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হল রাজ্যে রাজ্যে। 

    মঙ্গলবার মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেভাগেই এই রাজ্যগুলিতে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার থেকেই দিল্লি, গাজিয়াবাদ, গুরুগ্রামে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবারেও আবহাওয়ার উন্নতি হয়নি। বরং একটানা ভারী বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। 

    হাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর-এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, ক্রমেই শক্তি বাড়াচ্ছে সাইক্লোন শক্তি। শীঘ্রই গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। ঝড়টি উত্তর পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে। সাইক্লোন শক্তি -র প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার বদল দেখা গেছে। 

    বর্ষা বিদায়ের আগেই বাংলায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল গত কয়েকদিন। উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির জেরে বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ধস ও বন্যায় উত্তরবঙ্গে মৃত্যুমিছিল জারি রয়েছে এখনও। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। যদিও ভারী বৃষ্টির দাপট খানিকটা কমেছে। পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আপাতত বাংলায় কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। 

    অন্যদিকে একটানা ভারী বৃষ্টির জেরে মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। অক্টোবরের প্রথম সপ্তাহেই তুষারপাত। উত্তর ভারতের একাধিক পাহাড়ি শহর ঢাকা পড়ল সাদা বরফের চাদরে। বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন পর্যটকরা। অক্টোবরেই তুষারাবৃত পাহাড়ের দেখা পাওয়ায় আত্মহারা সকলে। 

    জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার সিন্থানে তুষারপাত হয়েছে সোমবার সকালেই। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে গোটা পাহাড়ি এলাকা। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের আরু ভ্যালিতেও তু্ষারপাতের সাক্ষী থাকলেন পর্যটকরা। বারমুল্লা জেলার গুলমার্গেও তুষারপাত শুরু হয়েছে গতকাল রাত থেকে। আজ সকালে বরফের চাদরে ঢাকা পড়ে বিস্তীর্ণ এলাকা। পর্যটকেরাও উত্তেজিত হয়ে যান এই দৃশ্য দেখে। 

    গুলমার্গ ছাড়াও এদিন তুষারপাত হয়েছে সোনমার্গ সহ আরও একাধিক পাহাড়ি এলাকায়। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে। ভারী বৃষ্টির জেরেই এদিন তাপমাত্রার পারদ কয়েক ডিগ্রি নেমে যায়। সোমবার গুলমার্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন শ্রীনগেরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের হাইওয়ে সহ একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ধসের জেরে বন্ধ রয়েছে শ্রীনগর - জম্মু জাতীয় সড়ক। 

    এদিন সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার হেমকুন্ড সাহিব গুরুদ্বার বরফে ঢাকা ছিল। সাতসকালে শিখ পুণ্যার্থী ও পর্যটকেরা চমকে যান দৃশ্য দেখে। উত্তরাখণ্ডেও অক্টোবরে পর্যটকদের ভিড় জমে। কেদারনাথেও পুণ্যার্থীরা মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকলেন আজ। 
  • Link to this news (আজকাল)