আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং যাত্রীসুরক্ষা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ যখন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এক সরকারি শিক্ষিকার দায়িত্বজ্ঞানহীন আচরণের ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায়। বিনা টিকিটে ভ্রমণ করার সময় এক টিকিট পরীক্ষকের (টিটি) হাতে ধরা পড়েন বিহারের ওই শিক্ষিকা। শুধু তাই নয়, টিকিট দেখতে চাওয়ায় ওই রেলকর্মীর সঙ্গে তিনি তুমুল বচসায় জড়ান এবং ট্রেন থেকে নামতে অস্বীকার করেন। গোটা ঘটনা নিজের ফোনে রেকর্ড করেন ওই টিটি।
কর্তব্যে অবিচল থেকে ওই টিকিট পরীক্ষক শিক্ষিকাকে সাফ জানিয়ে দেন, “হয় টিকিট দেখান, নয়তো ট্রেন থেকে নেমে যান।” ভাইরাল হওয়া ভিডিওতে টিটি-কে বলতে শোনা যায়, অভিযুক্ত মহিলা বিহারের এক জন স্কুলশিক্ষিকা হওয়া সত্ত্বেও এমন অনৈতিক আচরণ করছেন। কিন্তু নিজের ভুল স্বীকার করার বদলে ওই শিক্ষিকা ক্রমাগত তর্ক চালিয়ে যান এবং অভিযোগ করেন, “আপনি আমাকে হেনস্থা করছেন।”ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা প্রথমে টিটি-কে উপেক্ষা করে ফোনে ব্যস্ত থাকার ভান করেন। কিন্তু রেলকর্মী নিজের অবস্থানে অনড় থেকে বলেন, “যদি টিকিট থাকে, তাহলে দেখান ম্যাডাম।” এর পরেই ওই মহিলা উঠে দাঁড়িয়ে টিটি-র ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন।টিটি তখন তাঁকে ধমক দিয়ে ফোন স্পর্শ করতে বারণ করেন। এরপরেও নিজের দোষ ঢাকার জন্য ওই শিক্ষিকা বলে ওঠেন, “এক জন মহিলাকে আপনি হেনস্থা করছেন। আর আমি না গেলে কী করবেন?” এতকিছুর পরেও ওই রেলকর্মী নিজের সংযম হারাননি। শেষ পর্যন্ত ওই মহিলাকে ট্রেন থেকে নামতে বাধ্য করেন।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। নেটিজেনরা ওই শিক্ষিকার আচরণের তীব্র সমালোচনা করেছেন।এক জন লিখেছেন, “নিজে বিনা টিকিটে ঘুরছেন, অথচ সারাদিন অন্যকে জ্ঞান দিয়ে বেড়ান।”আর এক জনের মন্তব্য, “এই ধরনের ভিডিও দেখার পর সংশ্লিষ্ট দপ্তরের উচিত সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত সামাজিক আচরণবিধি এবং নিয়ম লঙ্ঘনের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা!”
অন্য এক ব্যক্তি পরামর্শ দিয়ে লিখেছেন, “টিটি তো শুধু টিকিটই দেখতে চেয়েছেন। টিকিট থাকলে দেখিয়ে দিলেই হয়, এতে হেনস্থার কী আছে? আসল সমস্যা হল আপনার কাছে টিকিট নেই এবং আপনি এসি কামরায় ভ্রমণ করছেন। বিনা টিকিটে যাতায়াতের এতই শখ থাকলে জেনারেল কামরায় যান। সেখানে ধরা পড়লে জরিমানাও কম হবে এবং এত বচসাও হবে না।”
নেটিজেনদের একাংশের বক্তব্য ওই শিক্ষিকার আচরণ নিন্দনীয় হলেও, এই ঘটনায় রেলকর্মীর ভূমিকা প্রশংসার দাবি রাখে। সমস্ত রকম উস্কানি সত্ত্বেও তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন এবং শেষ পর্যন্ত ওই বিনা টিকিটের যাত্রীকে কোচ থেকে নামিয়ে দিয়েছেন।