"কার্নিভাল নিয়ে রাজনীতি হচ্ছে, সেদিন আমরা এলে উদ্ধারকাজ ব্যাহত হত", জানালেন মমতা...
আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'কেন কার্নিভাল হল সেই নিয়ে রাজনীতি হচ্ছে। সেদিন আমরা এলে উদ্ধারকাজ ব্যাহত হত। ঘটনা ঘটার ৩৬ ঘন্টার মধ্যে চলে এসেছি।' কলকাতায় রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল এবং উত্তরবঙ্গে বন্যা। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কেন কার্নিভাল ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে যাননি তা নিয়ে একের পর এক সমালোচনার তীর বিরোধীরা ছুঁড়েছেন। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের জবাব দিলেন মমতা।
কলকাতায় থাকলেও গোটা বিষয়টি নিয়ে যে তিনি সজাগ ছিলেন সে বিষয়ে মমতা বলেন, '৪ অক্টোবর ভোর ৫টায় আমার সঙ্গে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডাইরেক্টর জেনারেল-এর সঙ্গে কথা হয়েছে। সেদিন আমরা এলে উদ্ধারকাজ ব্যাহত হত। আমি এলে আমায় নিয়েই প্রশাসন ব্যস্ত হত। দুর্গাপুজো বাংলার গর্ব। কার্নিভাল আগে থেকেই নির্ধারিত ছিল। সেদিন দেশবিদেশের অনেক অতিথি ছিলেন।' ভয়াবহ এই পরিস্থিতিতেও যে রাজ্য প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, '২৪ ঘন্টা উদ্ধারকাজ চলেছে। বিপর্যয় ঘটলে ৪৮ ঘন্টা সময় দিতে হয়।' গোটা উত্তরবঙ্গের এক বিস্তির্ণ এলাকা এই মুহূর্তে বলতে গেলে ধংসস্তুপে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় সেতু থেকে রাস্তা, বন্যা থেকে তৈরি হওয়া ধসের জন্য সবই হতচ্ছিন্ন চেহারা নিয়েছে। সেগুলি যে সবই সারিয়ে তোলা হবে সেটা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই রোহিনীর ধস সরানোর কাজ শুরু হয়েছে। নাগরাকাটায় ব্রিজের কাজ পিডব্লুডি শুরু করে দিয়েছে। সব রাস্তা বা সব ব্রিজ তো একসঙ্গে করা সম্ভব নয়।' বিপর্যয় ঘটলে বিজেপি শাসিত রাজ্যের কাজের সঙ্গে এই রাজ্যের কাজের তুলনা টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেখে নিন মুম্বাই বা অন্যান্য রাজ্য এই বিপর্যয়ে কী কাজ করে আর পশ্চিমবঙ্গ কী কাজ করে! মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'মহাকুম্ভে বিপর্যয় ছিল না? ঘোষণা করেছিল?' কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় বাজেটে অন্য রাজ্যের জন্য বরাদ্দ হলেও বাংলাকে টাকা দেওয়া হয়নি।
একদিকে তুমুল বৃষ্টি অন্যদিকে পাশের রাজ্য সিকিম এবং প্রতিবেশী দেশ ভুটানের জল, সব মিলিয়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, 'উত্তরবঙ্গে ১২ ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভুটান তাদের সমস্ত বাঁধের জল ছেড়ে দিয়েছে।' বিপর্যয় নিয়ে যে রাজ্য আগে থেকেই উত্তরবঙ্গবাসীকে সতর্ক করেছিল সে বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ৪ অক্টোবর সতর্ক করেছিল প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই যে রাজ্য সরকারের তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়টি উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বন্যায় যাদের চাষের জমি ডুবে গিয়েছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যাদের গবাদিপশু মারা গিয়েছে তাদেরও সহযোগিতা করবে রাজ্য প্রাণীসম্পদ দপ্তর। এদিন আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে সাংসদের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "আমি হিংসার সমর্থন করিনা। কিন্তু দাঙ্গা বা বন্যা হলে মানুষের ক্ষোভ একটু বেড়ে যায়।"
বন্যায় মৃতদের মধ্যে একজন নেপাল এবং ভুটানের বাসিন্দা বলে জানিয়েছেন মমতা। এবিষয়ে তিনি বলেন, রাজ্যের মুখ্যসচিব বিষয়টি নিয়ে দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলবেন। খড়গপুরে একটি প্রকল্প উদ্বোধনের জন্য তাঁকে বুধবার কলকাতায় ফিরে আসতে হচ্ছে বলে জানান মমতা। তবে দু'তিন দিনের মধ্যেই ফের তিনি উত্তরবঙ্গে ফিরে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।