• কুমারগ্রামে বন্যা বিধ্বস্ত এলাকায় স্থানীয়দের রোষের মুখে বিধায়ক মনোজ কুমার ওঁরাও, শুনলেন 'গো ব্যাক স্লোগান' ...
    আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ঘেরাও হলেন বিজেপির বিধায়ক। বন্যা বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে জনরোষের মুখে পড়লেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। ভুটান থেকে নেমে আসা জলস্রোতে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও মিরিকের-এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলাও। আলিপুরদুয়ারের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া এবং আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এই ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘরছাড়া প্রচুর মানুষ। মঙ্গলবার কুমারগ্রাম বিধানসভার বিত্তিবাড়ি এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে হাজির হন বিধায়ক মনোজ কুমার ওঁরাও। তাঁর দাবি, তিনি ত্রাণ নিয়ে গিয়েছিলেন। 

    কিন্তু সেই সময় এলাকার বেশ কিছু বাসিন্দা তাঁদের সামনে পেয়ে বিক্ষোভ দেখতে শুরু করেন। এমনকী 'মনোজ ওঁরাও গো ব্যক' স্লোগানও দিতে থাকেন তাঁরা। এরপরেই বিজেপি কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন মনোজ কুমার ওঁরাও-এর দিকে তেড়ে আসেন। বিধায়কের দেহরক্ষীরা বাধা দিতে গেলে, তাঁদের সঙ্গেও ঝামেলা শুরু হয়। বিক্ষোভকারীদের মধ্যে একজন বিধায়কের দেহরক্ষীকে প্রকাশ্যে চড় মারেন বলেও অভিযোগ উঠেছে।

    পরিস্থিতি প্রতিকুল বুঝতে পেরে বিজেপি বিধায়ক দলীয় কর্মীদের নিয়ে ফিরে যেতে থাকেন। তখনই বেশ কিছু গ্রামবাসী তাঁদের গাড়ির উপর ইট ও পাথর বৃষ্টি করেন বলে অভিযোগ। ঘটনায় আহত হন বিধায়ক-সহ বেশ কিছু দলীয় কর্মী। আহত বিজেপি কর্মীদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই বিষয়ে কুমারগ্রামের বিধায়ক বলেন, 'আমরা দুর্যোগ হওয়ার পর থেকেই মানুষের পাশে রয়েছি। বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছি। এদিন যখন আমরা ত্রাণ নিয়ে পৌঁছেছি তখন আমাদের বাধা দেওয়া হয়।' তৃণমূলের কর্মীরা তাঁদের বাধা দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁর কথায়, 'গতকালও আমার ওপর আক্রমণ হয়েছিল। আজকেও যখন ত্রাণ নিয়ে যাই, সেই সময় আমার প্রাণনাশের চেষ্টা করা হয়। আমাদের ওপর লাঠি পাথর নিয়ে আক্রমণ করা হয়েছে। পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল।' মনোজের অভিযোগ, গোটা ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। 

    অন্যদিকে এই হামলার বিষয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, 'আমরা সারা বছর সাধারণ মানুষদের পাশে আছি। বিজেপি বিধায়ক কখনও মানুষদের পাশে ছিলেন না। যে সময় দুর্যোগ শুরু হয়, তখন থেকেই প্রশাসন এবং আমাদের দলীয় কর্মীরা মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছেন। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু দুর্যোগের তিনদিন পর যখন বিজেপি বিধায়ক মানুষদের কাছে যান, তখন মানুষ তাঁকে জবাব দিয়েছেন। সেই কারণেই মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে মনোজ কুমার ওঁরাওকে। তিনি তো সাহায্য দিতে যাননি, দুর্গতদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন। 'খিচ মেরি ফটো' করতে গিয়ে সাধারণ মানুষের রোষের মুখে পড়েছেন।'
  • Link to this news (আজকাল)