• লক্ষ্মীপুজো মিটিয়ে অফিস খুলতেই মেট্রোয় বিভ্রাট! মঙ্গলেই থমকে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার পরিষেবা...
    আজকাল | ০৮ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রো এবং বিভ্রাট। মাঝে মাঝেই সামনে আসে ভিড়, ব্যস্ত অফিস সময়ে নানা কারণে মেট্রো বিভ্রাটের ঘটনা। মাঝে পুজোর মরসুম কাটিয়ে উঠে অফিস-কাছারি খুলতেই ফের একই ছবি শহরে।

    লক্ষ্মীপুজো কাটিয়ে অফিসমুখী জনতার ফের ভোগান্তি। ব্যস্ত সময়ে থমকে গেল নির্দিষ্ট অংশের মেট্রো চলাচল। তথ্য, মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝের মেট্রো পরিষেবা থমকে যায়।

    কেন এই মেট্রো বিভ্রাট? প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তথ্য, বিভ্রাটের নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটিই বিভ্রাটের কারণ। 

     কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল, সময়ানুবর্তিতার অভাব, নানা যান্ত্রিক ত্রুটির কারণে বার বার পরিষেবা সাম্প্রতিককালে বিঘ্নিত হয়েছে। ব্যাহত হওয়ায় একটাই প্রশ্ন ছিল সকলের মনে, পুজোর ভোগাবে না তো মেট্রো। সেই পরীক্ষায় ভাল ভাবে উত্তীর্ণ হয়েছে কলকাতা মেট্রো। বিশেষ করে ব্লু লাইন। এক কথায় হিট।

    শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, এই বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সমস্ত করিডোরে মোট ৪৬.৫৬ লক্ষেরও বেশি যাত্রীকে পরিষেবা প্রদান করা হয়েছে। সব মেট্রো স্টেশনের মধ্যে, কালীঘাটে সর্বাধিক ৪.০৬ লক্ষেরও বেশি যাত্রীর পদচিহ্ন পড়েছে। তারপরেই দমদমে ৩.৯৫ লক্ষেরও বেশি। শোভাবাজার-সুতানুটি স্টেশনে ২.৮৮ লক্ষেরও বেশি যাত্রী। 

    গ্রিন লাইনের শিয়ালদহ স্টেশনে যাত্রী সংখ্যা ২.৬৮ লক্ষেরও বেশি। একই করিডোরের হাওড়া মেট্রো স্টেশনে পুজোর দিনগুলিতে ২.৬৫ লক্ষেরও বেশি যাত্রী এসেছেন। হাওড়া এবং শিয়ালদহ মেট্রো স্টেশনের যাত্রী সংখ্যা প্রমাণ করে যে কলকাতা মেট্রো কলকাতার বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য ক্রমশ শহরতলির ভিড় আকর্ষণ করছে। এই স্টেশনগুলি ছাড়াও এসপ্ল্যানেডে ২.৫৭ লক্ষ, রবীন্দ্র সরোবরে ১.৮৫ লক্ষ, দক্ষিণেশ্বরে ১.৮১ লক্ষ, শ্যামবাজারে ১.৭৪ লক্ষ এবং বেলগাছিয়ায় ১.৬৫ লক্ষ যাত্রী পা রেখেছেন।

    কাউন্টারের ভিড় এড়াতে যাত্রীরা ডিজিটাল টিকিটিং পদ্ধতি বেছে নিয়েছেন। এই দুর্গাপুজোয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৫.০১ লক্ষেরও বেশি যাত্রী AAMAR Kolkata METRO অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেছেন। এছাড়াও, নতুন স্কিমের অধীনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ১৮,৪৯৮টি স্মার্ট কার্ড ইস্যু করা হয়েছে এবং নতুন স্কিমের অধীনে ১০ বছরের জন্য ১.৫৯ লক্ষেরও বেশি স্মার্ট কার্ড পুনর্বিবেচনা করা হয়েছে এবং ইস্যু মূল্য ১০০ টাকা কমানো বুকিং কাউন্টারে ভিড় কমাতেও সাহায্য করেছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৬৪৬টি ট্যুরিস্ট স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। বিপুল সংখ্যক যাত্রী টিকিট ভেন্ডিং মেশিন (TVM) থেকে টিকিট বুকিংও বেছে নিয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ৮০,০০০-এরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। আগস্ট মাসে এই সংখ্যা ছিল ৫০,০০০-এরও বেশি।

    রবিবার, ৫ অক্টোবর ২০২৫ তারিখে ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) ও গ্রিন লাইন (সেক্টর ৫ - হাওড়া ময়দান) উভয় রুটেই অতিরিক্ত মেট্রো চালানো হয়। রবিবারের স্বাভাবিক পরিষেবা শেষ হওয়ার পর আরও ছ’টি বিশেষ ট্রেন (তিনটি আপ এবং তিনটি ডাউন) চালানো হয় প্রতিটি লাইনে। ট্রেনগুলির মধ্যে সময়ের ব্যবধান ছিল ২০ মিনিট। 
  • Link to this news (আজকাল)