• উত্তরবঙ্গে বিপর্যস্তদের ত্রাণ পাঠালেন দেব
    দৈনিক স্টেটসম্যান | ০৮ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ভূমিধসের দুর্যোগে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব। কোচবিহারের পশ্চিম ঘুঘুমারি, বড়ুয়াপাড়া ও তোর্সা নদীর চরাঞ্চলের একাধিক গ্রামে মঙ্গলবার তাঁর পাঠানো ত্রাণসামগ্রী পৌঁছে দেয় ‘টিম দেব’। ওই ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিতে টাঙানো হয়েছিল দেবের ছবি-সহ ব্যানার, তাতে লেখা ছিল— ‘উত্তরের বন্যায় দেব’।

    প্রসঙ্গত, দেবের ঘাটালও ফি-বছর জলবন্দি থাকে বন্যার জেরে। এ বছরও প্লাবিত হয়েছে সেখানকার বিস্তীর্ণ অঞ্চল। তাই নিজের সংসদীয় এলাকার দুরবস্থা যেমন বোঝেন, তেমনই উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষদের কষ্টও তাঁর কাছে অচেনা নয়। অভিনেতা-সাংসদ হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই দেব উদ্যোগ নিয়েছেন এই মানবিক ত্রাণ কার্যক্রমে। তাঁর কথায়, ‘এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যে ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাতে আমাদের সকলেরই উচিত তাঁদের পাশে দাঁড়ানো। আমি সেই মানসিকতা থেকেই ত্রাণসামগ্রী পাঠিয়েছি। আশা করি, খুব শীঘ্রই তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।’

    দেবের টিমের পাঠানো ত্রাণে ছিল শুকনো খাবার, দুধ, চিড়ে, মুড়ি, বিস্কুট, জল, মোমবাতি, ওষুধ এবং প্রাথমিক প্রয়োজনীয় সামগ্রী। স্থানীয় স্বেচ্ছাসেবক সংস্থার সহযোগিতায় দুর্গত গ্রামগুলিতে এই সামগ্রী বিলি করা হয়।

    উল্লেখ্য, গত লোকসভা অধিবেশন শেষে দেব রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের সক্রিয় রাজনীতিতে থাকেন তিনি। ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করার বিষয়ে তাঁর অনুরোধে রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে। সেই পরিকল্পনা ঘিরে প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন দেব।

    বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে দেব বলেন, ‘আমি জানি বন্যা আর দুর্যোগের যন্ত্রণা কী। ঘাটালের মানুষ হিসেবে আমি জল আর কষ্টের সঙ্গে বড় হয়েছি। তাই উত্তরবঙ্গের মানুষ যখন এই দুর্দিনে পড়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।’

    দেবের এই মানবিক উদ্যোগে খুশি দুর্গত এলাকার সাধারণ মানুষও। তাঁদের কথায়, ‘দেব শুধু সিনেমার নায়ক নন, বাস্তবের নায়কও।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)