এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাতেই রাজ্যে নির্বাচন কমিশনের টিম
দৈনিক স্টেটসম্যান | ০৮ অক্টোবর ২০২৫
বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়ার (এসআইআর) প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই রাজ্যে এলেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। কমিশনের চার সদস্যের বিশেষ দলের নেতৃত্বে রয়েছেন জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার কাজ ও প্রস্তুতি খতিয়ে দেখাই তাঁদের মূল উদ্দেশ্য।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া— এই তিন জেলাকে বিশেষভাবে নজরে রেখেছে কমিশন। আজ বুধবার উত্তরবঙ্গ বাদে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশনের এই বিশেষ টিম। কমিশনের আধিকারিকরা প্রথমে কলকাতায় বৈঠক করবেন, তারপর রাজারহাট-গোপালপুর ও বারাসতে যাবেন।
সূত্রের খবর, রাজ্যে প্রায় পাঁচশো জন বুথস্তরের কর্মীর সঙ্গে সরাসরি বৈঠক করবেন তাঁরা। বুথ পর্যায়ের কাজের বাস্তব পরিস্থিতি, ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি ও তথ্যের নির্ভুলতা— এই সব বিষয় নিয়েই হবে আলোচনা।
বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ কোলাঘাটে তিন জেলায় বৈঠক করবে কমিশনের দল। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ওই বৈঠকে থাকবে ভোটার তালিকা যাচাই, অভিযোগ নিষ্পত্তি ও প্রস্তুতির পূর্ণাঙ্গ পর্যালোচনা।
কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভোটার তালিকা যাতে নির্ভুল, স্বচ্ছ ও সঠিকভাবে তৈরি হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।’
রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি এসআইআর নিয়ে যে বিতর্ক ও অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতেই কমিশনের এই সফরকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।