কার্নিভাল বাংলার গর্ব, পরিস্থিতির দিকে নজর রেখেছিলাম: মমতা
দৈনিক স্টেটসম্যান | ০৮ অক্টোবর ২০২৫
উত্তরবঙ্গের পরিস্থিতি ও সম্প্রতি অনুষ্ঠিত কার্নিভাল বাংলাকে নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কার্নিভাল শুধু বাংলার একটি উৎসব নয়, বাংলার সাংস্কৃতিক গৌরবের প্রতীক। ওই দিন নিজে সেখানে গিয়ে পুরো পরিস্থিতি নিজের চোখে দেখেছিলাম। ভোর থেকে নজর রেখেছিলাম।’
মুখ্যমন্ত্রী আরও জানান, ‘উত্তরবঙ্গের মানুষ, তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের রাজ্যের অঙ্গ। সেই জায়গার শান্তি ও উন্নয়নের জন্য সবসময় নজর দিতে হবে। বাংলার কার্নিভালের আয়োজন শুধু সাংস্কৃতিক মিলনের জায়গা নয়, বরং এটি আমাদের ঐক্য ও গৌরবকে উজ্জ্বল করে।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু উৎসব আয়োজন নয়, বরং এর মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতি ও পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য স্থানীয় প্রশাসন ও জনতার সহযোগিতা অত্যন্ত জরুরি।’
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুধু উৎসবকে কেন্দ্র করে নয়, উত্তরবঙ্গের উন্নয়ন ও রাজনৈতিক চিত্র গড়ে তোলায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।