বাড়ির সামনেই এলোপাথাড়ি গুলি! ওড়িশায় ‘খুন’ বিজেপি নেতা
প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনেই এক বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বেরহামপুরে। মৃতের নাম পিতাবাস পান্ডা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদিন রাত ১০টা নাগাদ বাড়ির বাইরে বেরিয়েছিলেন পিতাবাস। সেই সময় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই দুষ্কৃতী। জানা গিয়েছে, অভিযুক্তরা একটি মোটরবাইকে করে এসেছিলেন। হামলা চালানোর পর সেখান থেকে তাঁরা চম্পট দেয়। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পিতাবাস। এরপরই সেখানে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় পিতাবাসকে উদ্ধার করে নিকবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি পিতাবাস ওড়িশা বার কাউন্সিলের সদস্যও ছিলেন বলে খবর। কিন্তু কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাঁদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।