সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরার আগরতলায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস। এদিন সোশাল মিডিয়ায় পদ্মশিবিরকে একহাত নিয়েছে বাংলার শাসকদল। সাফ জানিয়েছে, গণতন্ত্রের উপর এই আঘাত তাঁরা মানবে না। এভাবে তাঁদের দমিয়ে রাখা যাবে না। তাঁরা পিছিয়ে যাবে না। জানা গিয়েছে, আগামিকাল ত্রিপুরায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল।