সিবিআই আধিকারিক সেজে ডিজিটাল অ্যারেস্ট, ৪২ লক্ষ টাকা খোয়ালেন দিল্লির বৃদ্ধ, গ্রেপ্তার ৩
প্রতিদিন | ০৮ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদ। এবার তারই শিকার হলেন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মী। খোয়ালেন প্রায় ৪২ লক্ষ টাকা। সিবিআই আধিকারিক সেজে তাঁর কাছ এই বিপুল পরিমাণ টাকা প্রতারকরা হাতিয়ে নেয় বলে খবর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বছর আশির ওই বৃদ্ধের হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। সিবিআই এবং ইডি আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে ফোন করে প্রতারকরা। অভিযোগ, বৃদ্ধকে ভয় দেখিয়ে বলা হয়, আর্থিক তছরুপ-সহ একাধিক বেআইনি কাজে তাঁর নাম পাওয়া গিয়েছে। ফলে শীঘ্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। এমনকী তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে বলেও দাবি করে প্রতারকরা। এখানেই শেষ নয়, গ্রেপ্তারি এড়াতে দফায় দফায় তাঁকে প্রায় ৪২ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে। হাতিয়ে নেওয়া হয় তাঁর একাধিক ব্যক্তিগত তথ্যও। অবশেষে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে ওই বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, হাতিয়ে নেওয়া টাকার কিছু অংশও উদ্ধার করতে পেরেছে পুলিশ।
প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।